Sports Highlights: রোহিতের ঐতিহাসিক শতরানে ভারতের জয়, শীর্ষে প্রজ্ঞাননন্দ, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: রোহিত শর্মার ঐতিহাসিক শতরানে আফগানিস্তানকে নাটকীয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারাল ভারত। আনন্দকে পিছনে ফেলে শীর্ষে প্রজ্ঞাননন্দ। এক নজরে খেলার সব খবর।
ভারতের জয়
বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচে ২১৩ রানের লক্ষ্য খুব কঠিন ছিল না। গুরবাজ, জাদরানের ৯৩ রানের পার্টনারশিপে ভর করে আফগানিস্তান শুরুটাও ভাল করেছিল। তবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) বল হাতে দুরন্ত পারফর্ম করে ভারতকে ম্যাচে ফেরেন। ১৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন তিনি। তবে ঠিক যখন মনে হচ্ছিল ভারত জয়ের দিকে এগোচ্ছে তখনই সবটা গুলিয়ে দেন গুলবদিন নাইব (Gulbadin Naib)। মাত্র ২৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। ৪০ ওভার শেষে রুদ্ধশ্বাস তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AFG 3rd T20I) টাই হয়।
সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান তোলে। জবাবে রোহিত দুইটি দুরন্ত ছক্কা হাঁকান। শেষ বলে ভারতের জয়ের জন্য দুই রানের প্রয়োজন ছিল। এই সময়ই মাথা খাটিয়ে রোহিতকে রিটায়ার্ড আউট করিয়ে জোরে ছুটতে সক্ষম রিঙ্কু সিংহকে ক্রিজে নামানো হয়। তবে ভারত মাত্র এক রানই তোলে। ফের টাই হয় ম্যাচ। আবারও দুই দল এক ওভার করে ব্যাট করে। ভারত দ্বিতীয়বার সুপার ওভারে ব্যাট করে মাত্র ১১ রান তোলে। ছোট মাঠে আবেশ না বিষ্ণোই ভারতের হয়ে কে দ্বিতীয় ওভার বল করবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। শেষমেশ বল হাতে পান বিষ্ণোই। তিন বলে মাত্র এক রান দিয়ে দুই উইকেটই নেন বিষ্ণোই। ম্যাচ জিতে নেয় ভারত।
ভারতীয় নেটে পন্থ
দীর্ঘ এক বছরের ওপরে ক্রিকেটের বাইরে তিনি। ২০২২ সালে বছরের শেষ দিনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। প্রাণে বাঁচলেও ফিট না হয়ে ওঠায় গত আইপিএল, এশিয়া কাপ এমনকী বিশ্বকাপের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে (Rishabh Pant)। তবে গত কয়েক মাসে বেশ কয়েকবার জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পন্থ। আইপিএলের নিলামেও দেখা গিয়েছে তাঁকে। এবার নেটেও ব্যাটিং করতে দেখা গেল তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। নেটে দীর্ঘ ২০ মিনিটের মত ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটার। মূলত তাঁকে থ্রো ডাউন করা হয়। সেই বলেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল পন্থকে। বেঙ্গালুরুতে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গেও হাসিঠাট্টা করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে।
শীর্ষে প্রজ্ঞাননন্দ
দাবায় ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন আর প্রজ্ঞাননন্দ। তিনি টেক্কা দিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের এক নম্বর দাবাড়ু হয়ে গেলেন এই কিশোর। নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে ডিংকে হারিয়ে দেন প্রজ্ঞাননন্দ। উল্লেখ্য, রমেশবাবু প্রজ্ঞানন্দর ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। আর বিশ্বনাথন আনন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮। ব্যবধান অল্প হলেও, এই মুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে টেক্কা দিয়ে ভারতীয় দাবাড়ুদের ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন প্রজ্ঞাননন্দ।
কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং অক্ষরের
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AFG) বেশ ভালই পারফর্ম করেছে ভারত। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজ় জিতে নিয়েছে। এই সিরিজ়ে ভাল পারফরম্যান্সের সুফল পেলেন ভারতীয় তারকারা। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) অক্ষর পটেল (Axar Patel) এবং যশস্বী জয়সওয়ালসহ (Yashasvi Jaiswal) একাধিক ভারতীয় তারকা ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটালেন।
অক্ষর পটেল বল হাতে দুই ম্যাচেই দুইটি করে উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে তিনি ২৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ১৬ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ দুই উইকেট। এই পারফরম্যান্সের সুবাদেই ১২ ধাপ এগিয়ে এসে অক্ষর টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন। অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে অক্ষরের। তিনি দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।
অ্যালেনের শতরানে পাক-বধ
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি (T20 Series) ম্যাচেও জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড (New Zeland)। আর সেই ম্য়াচে নতুন রেকর্ড গড়লেন কিউয়ি ব্য়াটার ফিন অ্যালেন (Finn Allen)। ম্যাচে ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো শতরানের ইনিংস খেলেন অ্যালেন। এই ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি ব্য়াটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তরুণ ডানহাতি ব্যাটার। ম্যাচে ১৬টি ছক্কা হাঁকান অ্যালেন।
২০১২ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এতদিন পর্যন্ত নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। ১২ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ফিন অ্যালেন। এদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২২৪ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান শিবির ১৭৯/৭।
ফিন অ্য়ালেন ৫টি বাউন্ডারি ও ১৬ টি ওভার বাউন্ডারি হাঁকান। ২২১ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। টিম সেইফার্ট ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: যুবরাজের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছিলেন, এবার কর্ণাটকের হয়ে রঞ্জি খেলাই লক্ষ্য় প্রখরের