(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: ডব্লিউপিএলের ফাইনালে মুম্বই, মাইলফলক ছুঁলেন মেসি-রোনাল্ডো, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন করেই মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে ডব্লিউপিএলের ফাইনালে নিজেদের জায়গা পাকা করল মুম্বই ইন্ডিয়ান্স। এক নজরে সারাদিনে খেলার দুনিয়ার সব খবর।
ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স
উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স উইমেন। শুক্রবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। ট্রফি জয়ের যুদ্ধে রবিবার দিল্লির মুখোমুখি হবে মুম্বই। শুক্রবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন তুলেছিল ১৮২/৪। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। উত্তরপ্রদেশ ইনিংসকে গুঁড়িয়ে দেন ইংরেজ বোলার ইসি ওয়ং।
মেসির ৮০০ গোল
পানামার বিরুদ্ধে দুরন্ত ফ্রি-কিক, কেরিয়ারের ৮০০ তম গোলের মাইলস্টোন ছুঁলেন মেসি (Lionel Messi)। গত বছর ডিসেম্বরে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বজয়। তারপর ক্লাব ফুটবলে নামলেও দেশের জার্সিতে এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। আর প্রথম ম্য়াচেই নজির গড়লেন লিও। আন্তর্জাতিক ফ্রেইন্ডলি ম্যাচে পানামাকে (Argentina vs Panama) হারিয়ে দেয় আর্জেন্তিনা (Argentina)।
পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। পিএসজির হয়ে এর আগে নিজের ৭৯৯ তম গোলটি করেছিলেন আর্জেন্তাইন ফুটবল সম্রাট। মেসির সামনে এখন শুধুই রোনাল্ডো রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৩০ গোল। ২০২১ সালে নিজের আটশোতম গোল করেছিলেন রোনাল্ডো। মেসির সামনে সুযোগ থাকবে সি আর সেভেনকে টপকে যাওয়ার।
সর্বাধিক ম্যাচের নজির
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইউরো ২০২৪ এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে লেইচেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। সেই ম্যাচেই কেরিয়ারের ১৯৭ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোলও করলেন রোনাল্ডো।
বাগান সচিবের বিরুদ্ধে অভিযোগ
মোহনবাগান (Mohun Bagan) সচিব বনাম ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের বিবাদে সরগরম কলকাতা ময়দান। বাগান সচিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক বৈঠক করে ইস্টবেঙ্গল কর্তা রজত গুহ অভিযোগ করেন, দেবাশিস দত্ত নিজেই ইস্টবেঙ্গল ডিরেক্টর আদিত্য আগ্রবালকে এক মেসেজ করেছেন। সেই মেসেজে বৃহস্পতিবার (২৩ মার্চ) ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার অফিসের বাইরে দেবব্রত সরকারের লোকজন বিক্ষোভ দেখিয়েছেন বলে দেবাশিস দত্তের (Debashis Dutta) তরফে দাবি করা হয়।
দেবাশিস দত্তের বিরুদ্ধে ইস্টবেঙ্গল সভাপতিকে এসএমএস পাঠিয়ে লাল হলুদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগও উঠেছে। সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের তরফে এমনই সব অভিযোগ করে মোহনবাগানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হল। দেবাশিস দত্ত অবশ্য নিজে এই বিষয়ে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁর সাফ কথা ময়দানে এমন ঘটনা নতুন কিছু নয়, এই নিয়ে বেশি মাতামাতি করার কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: দুজনে একসঙ্গে খেললে দুর্দান্ত, প্রতিপক্ষদের হুঁশিয়ারি আইপিএল চ্যাম্পিয়ন দলের স্পিনারের