(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: রোহিত-বিরাটের টি-টোয়েন্টি প্রত্যাবর্তন, নির্বাচনে জয়ী শাকিব? এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ভারত। প্রত্যাবর্তন ঘটালেন রোহিত শর্মা, বিরাট কোহলি। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ভোটের ময়দানে বিরাট ব্যবধানে জয়ের পথে শাকিব আল হাসান। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
রোহিত-কোহলির প্রত্যাবর্তন
অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন আফগানিস্তান সিরিজ়ের (IND vs AFG T20I) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হল। সেখানে অধিনায়ক হিসাবে রোহিত দলে প্রত্যাবর্তন ঘটালেন। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর এই প্রথমবার ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে রোহিত, বিরাটকে।
বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকে রোহিত শর্মা এই সিরিজ়ের আগে অবধি ভারতের হয়ে একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় সেই ফর্ম্যাটেই বেশি জোর দিয়েছিলেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই সিংহভাগ সিরিজ়ে ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তবে হার্দিকের চোট। বিশ্বকাপে গত বছর বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি তিনি।
জয়ী শাকিব?
বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক তিনি। দলকে ২২ গজে নেতৃত্ব দেন। তবে এবার ভোটের ময়দানে (Bangladesh Election) নেমেছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সেখানেও বাজিমাত শাকিবের। মগুরা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেখানেই বিরাট বড় ব্যবধানে তিনি জয় পেয়েছেন বলে খবর। জেলার মুখ্য় প্রশাসক আবু নাসের বাগ শাকিবের জয় সুনিশ্চিত করেছেন।
বাংলাদেশে বিএনপির (বাংলাদেশে ন্যাশনালিস্ট পার্টি) ভোট বয়কটের স্রোত ঠেলে আওয়ামি লিগের নৌকা ফের ভিড়ল পদ্মার পাড়ে! মুজিব কন্যার শেখ হাসিনার ফের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা। প্রাথমিক ট্রেন্ড যা উঠে আসছে, ৯০ শতাংশ আসনে আওয়ামি লিগ প্রার্থীরা এগিয়ে আছেন। সেই আওয়ামি লিগের হয়েই ভোটে দাঁড়িয়েছিলেন শাকিব। তিনি প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বলে জানানো হয়েছে।
মান্ধানাদের হার
সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড নিতে সক্ষম হয়েছিল ভারতীয় দল (INDW vs AUSW)। তবে দ্বিতীয় ম্যাচেই অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অজ়ি দল দুরন্তভাবে সিরিজ়ে ফিরল। এক ওভার বাকি থাকতেই ছয় উইকেটে সহজ জয়ে সিরিজ় ১-১ করে ফেলল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতাই মূলত দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন কিম গার্থ।
অস্ট্রেলিয়ান ওপেনে নেই নাদাল
সদ্যই চোট সারিয়ে কোর্টে ফিরেছিলেন তিনি। আশা ছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন তাঁকে খেলতে দেখা যাবে। কিন্তু তা হচ্ছে না। আজ, রবিবার, ৭ জানুয়ারিই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024) থেকে নিজের নাম প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত সপ্তাহেই ব্রিসবেনে প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন নাদাল। সেই টুর্নামেন্টেই চোট পান নাদাল। তাঁর পেশি ছিঁড়ে যায়। সেই কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি
প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি কোচ মারিও জাগালো (Mario Zagallo)। বয়স হয়েছিল ৯২ বছর। শারীরিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। ফুটবলার ও কোচ হিসেবে চারবার বিশ্বকাপ জিতেছেন।
জাগালোর ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন জাগালো।বিশ্বকাপজয়ী ব্রাজিলের সেই দলের জীবিত একমাত্র সদস্য হিসেবে এত দিন বেঁচে ছিলেন জাগালো। ১৯৬২ সালে পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এরপর ১৯৭০ সালে ব্রাজিল ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর সেই দলের কোচ ছিলেন জাগালো। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সহকারী করছিলেন এই কিংবদন্তি।
শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্টে লেখা হয়, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত। তিনি পরিবারকে অসম্ভব ভালবাসতেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর সঙ্গে কাটানো প্রতিটা সময় উপভোগ করেছি আমরা।”
অন্ধ্রর বিরুদ্ধে চাপে বাংলা
অনুষ্টুপ মজুমদারের দুরন্ত শতরানে ভর করে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা চারশো রানের গণ্ডি পার করেছিল। প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার আশায় ছিল বাংলা। তবে তা হচ্ছে না। সৌজন্যে রিকি ভুঁই (Ricky Bhui)। রঞ্জিতে (Ranji Trophy 2024) মরশুমের প্রথম ম্যাচে তৃতীয় দিনে দুরন্ত শতরান হাঁকালেন অন্ধ্রপ্রদেশের তারকা মিডল অর্ডার ব্যাটার।
অন্ধ্র দিনের শুরুটা করেছিল তিন উইকেটের বিনিময়ে ১১৯ রান থেকে। গতকাল রাতে অপরাজিত থাকা অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারি ৫১ রানের ইনিংস খেলে দলকে দু'শো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। তবে অর্ধশতরান হাঁকানোর পরই হনুমাকে সাজঘরে ফিরিয়ে বাংলাকে বড় সাফল্য এনে দেন আকাশ দীপ। তবে হনুমা আউট হলেও, ভুঁই দেখেশুনে কোনওরকম ঝুঁকি না নিয়েই ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতে শতরানের গণ্ডিও পার করে ফেলেন তিনি।
তৃতীয় দিনের শেষে ভুঁইয়ের শতরানে ভর করেই দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। ভুঁই আপাতত ১০৭ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের চতুর্থ দিনে ভুঁইকে দ্রুত ফেরাতে না পারলে কিন্তু বাংলার চাপ আছে। অন্ধ্রপ্রদেশের সামনে বাংলাকে পিছনে ফেলে প্রথম ইনিংসে লিড নিয়ে নেওয়ার বড় সুযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইসিসি ট্রফি জয়ে ভারতের ব্যর্থতায় ভনের খোঁচা, কড়া জবাব দিলেন আর অশ্বিন