(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: টি-টোয়েন্টি সিরিজে ফয়সালা হল না, ভিন রাজ্যে যাচ্ছেন ঋদ্ধি?
Sports News Today: এক ঝলকে দেখে নেওয়া যাক রবিবার খেলার সেরা ঘটনাগুলো।
কলকাতা: এক ঝলকে দেখে নেওয়া যাক রবিবার খেলার সেরা ঘটনাগুলো।
সিরিজ ২-২
করোনাকালে প্রথম ম্যাচ হচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। উত্তেজনার খামতি ছিল না শহরজুড়ে। কানায় কানায় ভরেছিল মাঠ। সিরিজ ২-২ অবস্থায়। শেষ ম্যাচে হবে ফয়সালা। ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উঠছে, এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু ক্রিকেটীয় দ্বৈরথে হার-জিতের সুযোগই পাওয়া গেল না। দক্ষতার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়ে ট্রফি তুলে নিতে পারল না কোনও শিবিরই। খলনায়ক হয়ে হাজির হল বৃষ্টি। বরুণদেবের রোষে ভেস্তেই গেল ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs SA) টি-টোয়েন্টি সিরিজ শেষ হল অমীমাংসিতভাবে।
বরফ গলেনি
বঙ্গ ক্রিকেটকে কি সত্যিই বিদায় জানাতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)?
সম্ভবত সেই আশঙ্কা সত্যিই হতে চলেছে। সিএবি (CAB) কর্তাদের সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। এখনও সিএবি কর্তাদের প্রতি একরাশ অভিমান পুষে রেখেছেন। ঋদ্ধিমান সাহা সাফ জানিয়ে দিচ্ছেন, শীঘ্রই সিএবি-তে গিয়ে লিখিত আবেদন দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি চাইবেন। তারপর যোগ দেবেন অন্য রাজ্যের দলে।
ঘরোয়া ক্রিকেটে পরের মরসুমে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে? এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলছেন, 'অনেক রাজ্যের প্রস্তাব পেয়েছি। এখনও কিছুই চূড়ান্ত নয়। সব কিছু ঠিক হলেই জানাব।'
যুবির ছেলের নামকরণ
চলতি বছরের জানুয়ারিতে (January) বাবা হওয়ার খবর জানিয়েছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ফাদার্স ডে (Father's Day)-তে এবার এই প্রথমবারের মতো ছেলের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন ক্রিকেটার (Cricketer)। অনুরাগীদদের সঙ্গে ভাগ করে নিলেন পুত্রসন্তানের (Baby Boy) সেই মিষ্টি ছবি। যা দেখে রীতিমতো আপ্লুত সোশাল মিডিয়া (Social Media)।
ছেলের একটি সদ্যোজাত (Newborn) ছবি শেয়ার করে যুবরাজ সিংহ (Yuvraj Singh) জানিয়েছেন যে ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং (Orion Keech Singh)। অর্থাৎ ছেলের নামের সঙ্গে বাবা-মা, দু’জনের পরিচয়ই প্রকাশ পাবে। হ্যাজেল কিচের (Hazel Keech) কিচ এবং যুবরাজের সিং (Yuvraj Singh)- দু’টি পদবিই রেখেছেন ছেলের নামে।
আরও পড়ুন: 'অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি'