Sreesanth Retirement: ক্রিকেটকে আচমকা বিদায় জানালেন এস শ্রীসন্থ, ট্যুইটে আবেগঘন বার্তা
Sreesanth Retirement: ফিরে এসে কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছিলেন। রঞ্জির প্রাথমিক স্কোয়াডে ছিলেন। পরে মেঘালয়ের বিরুদ্ধে খেলেওছিলেন। ম্যাচে প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন শ্রীসন্থ।
কোচি: ২২ গজকে বিদায় জানালেন এস শ্রীসন্থ। ক্রিকেটের সবরকম ফর্ম্যাট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেরলের এই অভিজ্ঞ তারকা পেসার। ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে নির্বাসিত হয়েছিলেন। ফিরে এসে কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছিলেন। রঞ্জির প্রাথমিক স্কোয়াডে ছিলেন। পরে মেঘালয়ের বিরুদ্ধে খেলেওছিলেন। ম্যাচে প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন শ্রীসন্থ। আইপিএলের নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা রেখেছিলেন। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নেয়নি। এরপরই হয়ত ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। অবশেষে আজ ট্যুইটে সেই ঘোষণা করেই ফেললেন ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য।
৯ বছর পর ২২ গজে ফিরে উইকেট নেওয়ার পর পিচে চুমু খাওয়ার সেলিব্রেশন এখনও টাটকা। কিন্তু হঠাৎই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীসন্থ। তিনি লেখেন, ''আগামী প্রজন্মের ক্রিকেটারদের কথা ভেবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমারই। যদিও জানি এই সিদ্ধান্ত নিয়ে আমার জীবনে কোনও খুশি আসবে না, তবু আমার মতে, জীবনের এই সময়ে এটাই সিদ্ধান্তটাই সঠিক। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। ২৫ বছরের ক্রিকেটজীবনে বরাবর সাফল্য পেতে এবং ম্যাচ জিততে চেষ্টা করেছি। প্রতিযোগিতার মান অনুযায়ী প্রস্তুত করেছি নিজেকে।''
— Sreesanth (@sreesanth36) March 9, 2022
নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''আমার পরিবার, সতীর্থ এবং গোটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। পাশাপাশি তাঁদের জন্যেও যাঁরা ক্রিকেট খেলাটাকে ভালবাসেন। দুঃখ থাকলেও কোনও আক্ষেপ ছাড়াই ভারাক্রান্ত বুকে জানাতে চাই, ভারতের ঘরোয়া ক্রিকেট (প্রথম শ্রেণি এবং সমস্ত ফরম্যাট) থেকে আমি অবসর নিচ্ছি।''