এক্সপ্লোর
Advertisement
শ্রীশান্ত অন্য দেশের হয়ে খেলতে পারবেন না, জানিয়ে দিল বিসিসিআই
নয়াদিল্লি: আইসিসি-র নিয়মানুযায়ী আইপিএল-এ স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া শান্তাকুমার শ্রীশান্ত অন্য কোনও দেশের হয়ে খেলতে পারবেন না বলে জানিয়ে দিলেন বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না। তিনি বলেছেন, ‘যদি কোনও ক্রিকেটারকে সে দেশের ক্রিকেট বোর্ড নির্বাসিত করে, তাহলে তাঁর পক্ষে অন্য কোনও দেশে খেলা সম্ভব নয়। এ বিষয়ে আইসিসি-র নিয়ম অত্যন্ত স্পষ্ট।’
কেরল হাইকোর্ট আজীবন নির্বাসনের সাজা বহাল রাখায় বিসিসিআই-কে বেসরকারি সংস্থা বলে উল্লেখ করে অন্য দেশের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেন শ্রীশান্ত। তিনি দাবি করেন, বিসিসিআই নির্বাসিত করলেও, যেহেতু আইসিসি তাঁকে নির্বাসিত করেনি, তাই তিনি অন্য কোনও দেশের হয়ে খেলতেই পারেন। কিন্তু বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, এই নির্বাসিত ক্রিকেটারকে কোথাও খেলার অনুমতি দেওয়া হবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement