এক্সপ্লোর
Advertisement
অবিশ্বাস্য বডি তৈরি করেছেন শ্রীসন্ত, চমকে যেতে পারেন হরভজন!
নয়াদিল্লি: ২০১৩ পর্যন্ত ভারতীয় দলের পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন এস শ্রীসন্ত। ভারতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন তিনি। কিন্তু এরপর ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে তাঁর কেরিয়ারে কালো ছায়া নেমে আসে। ষষ্ঠ আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেলেও তাঁর প্রত্যাবর্তনে এখনও ছাড়পত্র দেয়নি বিসিসিআই।
এরইমধ্যে সিনেমায় কেরিয়ার করার চেষ্টা করেছেন তিনি। অকসর ২ সহ কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি বেশ আলোড়ন ফেলে দিয়েছে। শ্রীসন্তের নয়া অবতার চমকে দিয়েছে সবাইকে। লম্বা-পাতলা চেহারার কোঁকড়ানো চুলের সেই পেসারের চেহারা এখন পেশীবহুল।
শ্রীসন্তের এই বদলে যাওয়া চেহারার ছবি দেশে অনেকের চোখ কপালে উঠেছে। আর এই চেহারা নিয়ে মজার মজার মন্তব্যও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই মন্তব্যের বেশিরভাগই হরভজন সিংহকে নিয়ে। প্রথম আইপিএলের একটি ম্যাচের শেষে ভাজ্জি চড় মেরেছিলেন শ্রীসন্তকে। সেই ঘটনা উল্লেখ করে কৌতুকে মজেছে সোশ্যাল মিডিয়া।
Imagine if he ever plays with Bhajji again. pic.twitter.com/uZ3ja7EFbb
— Peeyush Sharma (@peeyushsharmaa) July 5, 2018
যাইহোক, ক্রিকেটের বাইরে সময়কে নিজের মতো করে কাজে লাগিয়েছেন শ্রীসন্ত। যা কিছুই ঘটুক, তা খোলামনে গ্রহণ করার দৃষ্টান্ত এভাবেই রেখেছেন তিনি। কেরিয়ারে ২৭ টেস্ট, ৫৩ একদিনের ম্যাচ ও ১০ টি ২০ খেলে তাঁর সংগ্রহ যথাক্রমে ৮৭, ৭৫ ও ৭ উইকেট।Looking at Sreesanth, I don't think Bhajji (Harbhajan) will even think about playing with Sree again ???????? pic.twitter.com/O0eqOMT5JX
— Siddharth Jha (@jha_siddhus94) July 5, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement