এক্সপ্লোর

Sports Highlights: রেকর্ড রান তুলে RCB-কে হারাল SRH, প্রথম লিগ শিল্ড এল মোহনবাগানের ঘরে, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।

কলকাতা: আইপিএলে ফের রেকর্ড রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ রানে হারাল আরসিবিকে। লিগে প্রথমবার মুম্বই সিটিকে হারিয়েই প্রথম আইএসএল লিগ শিল্ডজয় সুনিশ্চিত করল মোহনবাগান সুপার জায়ান্ট। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

রেকর্ড রান করে সানরাইজার্সের জয়

রেকর্ড রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করল আরসিবি। তবে শেষরক্ষা হল না। ২৬২ রানে থামল আরসিবির লড়াই। জলে গেল দীনেশ কার্তিক, ফাফ ডু প্লেসির লড়াই। রানের ফোয়ারার মাঝেও তিন উইকেট নিয়ে বল হাতে বেশ প্রভাবিত করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। নাগাড়ে পাঁচ ম্যাচ হেরে লিগ তালিকায় শেষ স্থানেই রইল সানরাইজার্স। চতুর্থ জয় পেল সানরাইজার্স। এদিন ট্র্যাভিস হেডের ১০২ ও হেনরিখ ক্লাসেনের ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই আইপিএলের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স। নিজেদের তিন ম্যাচে আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলে যে রেকর্ড গড়েছিল সানরাইজার্স, তা কামিন্সরা নিজেরাই ভেঙে ফেলেন। আরসিবির ঘরের মাঠে লড়াই করলেও, শেষ হাসি হাসল কামিন্সের দলই।

বাগানে বসন্ত

ম্যাচের আগেই একটা পরিসংখ্যান নিয়ে বেশ চর্চা হচ্ছিল। আইএসএলে (ISL) নাকি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সবচেয়ে বড় গাঁট মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। যাদের কোনওদিনও হারাতে পারেনি মোহনবাগান। আইএসএলে সোমবারের আগে পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে ছবারই জিতেছে মুম্বই সিটি এফসি। দুটি ম্যাচ ড্র হয়েছে। সবুজ-মেরুন জনতা দোলাচলে ছিল, রেকর্ড বদলে কি যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে হারাতে পারবে প্রিয় দল? এই ম্য়াচের ফলাফলের ওপরই যে দাঁড়িয়ে লিগশিল্ডের ভবিষ্যৎ!

মাঠে সমস্ত পরিসংখ্যানকে উপড়ে ফেললেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে উড়িয়ে দিল মোহনবাগান। সেই সঙ্গে নববর্ষে সবুজ-মেরুন জনতাকে উপহার দিল লিগ শিল্ড।

সৌরভ-শাহরুখের উদ্যোগ

আইপিএলের (IPL 2024) প্রথম মরশুম। একজন দলের মালিক। অন্যজন অধিনায়ক। গোটা বাংলা বিনোদন ও ক্রিকেটের বেনজির এক ককটেল দেখেছিল। শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) যাত্রা শুরু করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে সারথী করে। করব, লড়ব, জিতব রে...র সুরে পা মিলিয়েছিল গোটা বাংলা।

তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সৌরভ কেকেআর ছেড়ে পরে খেলেন পুণে ওয়ারিয়র্সে। এখন তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। শাহরুখ খানকে এখনও কেকেআরের ম্যাচে মাঠে দেখা যায়। তবে সেটা সৌরভের প্রতিপক্ষ শিবির। 

তবু দুজনের সম্পর্কের উষ্ণতা নষ্ট হয়নি। সিএবি ও পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীনও সৌরভকে দেখা গিয়েছে শাহরুখের সঙ্গে এক ফ্রেমে। এবার মানবিক এক উদ্যোগ নিলেন দুই তারকা।

ইডেন গার্ডেন্সে অনাথ শিশু-কিশোরদের খেলা দেখা, খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেন সৌরভ। সাহায্যের হাত বাড়িয়ে দিল শাহরুখ-জুহি চাওলার কেকেআর। মহৎ এই উদ্যোগের জন্য বেছে নেওয়া হয়েছিল বাংলার নববর্ষের দিনটি। যেদিন ইডেনে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কেকেআর। মোট ৫৫ জন অনাথ শিশু ও কিশোরকে সেই ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ৫৫ জনের মধ্যে ৩০ জন ছিল সুন্দরবনের। ২৫ জন ছিল কলকাতার। কেকেআরের তরফ থেকে প্রত্যেকের জন্য ইডেনের এল ব্লকে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। নাইটদের তরফে গোটা উদ্যোগের তত্ত্বাবধান করেন অধিরাজ জিজিবয়।

প্রয়াত প্রাক্তনী

আইপিএলের মাঝেই শোকের খবর বিশ্বক্রিকেটে। প্রয়াত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার। ইংল্যান্ড ও কেন্টের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউড (Derek Underwood) সোমবার প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ইংল্যান্ডের হয়ে ৮৬টি টেস্ট ম্যাচ খেলেছেন আন্ডারউড। ১৯৬৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে তাঁর অভিষেক হয়। টেস্ট ক্রিকেটে ২৯৭ উইকেট নিয়েছেন। ২৫.৮৩ গড়ে। অর্থাৎ, প্রত্যেক ২৫.৮৩ রান খরচ করে একটি করে উইকেট তুলতেন ডেরেক। যা বোলারদের ঈর্ষণীয় সাফল্য বলেই মনে করা হয়। ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ডেরেকের ঝুলিতেই। সব মিলিয়ে টেস্টে ইংল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ উইকেটপ্রাপক তিনি।

ফিট বাটলার?

বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের জৌলুসও ম্লান করে দিতে পারেন, বিশ্বক্রিকেটে এরকম ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। বিরল।

তবে কালেভদ্রে এক-আধজন এমন ক্রিকেট খেলে দেন যে, কোহলির বিধ্বংসী ইনিংসও চলে যায় পিছনের সারিতে। এই যেমন জস বাটলার (Jos Buttler)। ইংরেজ তারকা এবারের আইপিএলে এমন একটা ইনিংস খেলেছেন যে, সাড়া ফেলে দিয়েছেন। বিরাট কোহলির সেঞ্চুরির প্রদীপও নিভিয়ে দিয়েছেন ব্যাটের ঝাপ্টায়। কোহলি যে ম্যাচে ৭২ বলে অপরাজিত ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, সেই ম্যাচেই পাল্টা অপরাজিত সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছিলেন জস বাটলার। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরার স্বীকৃতিও ছিনিয়ে নিয়েছিলেন ইংরেজ তারকাই।

তবে হাঁটুতে চোট পেয়েছিলেন বাটলার। যে কারণে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের আগের ম্যাচে খেলতে পারেননি। স্বস্তিতে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) সমর্থকেরা। বাটলার খেলতে না পারা মানে রাজস্থানের ব্যাটিং শক্তি কিছুটা হলেও কমে যাওয়া। ঘরের মাঠে রাজস্থানকে হারাতে পারলেই আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে কেকেআর।

তবে নাইট শিবিরের রক্তচাপ আর কেকেআর ভক্তদের উদ্বেগ বাড়িয়ে কার্যত ফিট বাটলার। সোমবার সন্ধ্যায় ইডেনে রাজস্থান রয়্যালসের প্র্যাক্টিসের সময় অবশ্য তাঁর ডান হাঁটুতে স্ট্র্যাপ দেখা গেল। সাংবাদিক বৈঠকে বাটলারের ফিটনেস নিয়ে জানতে চাওয়া হলে রিয়ান পরাগও ধোঁয়াশা রেখে গেলেন। বললেন, 'সেটা ফিজিও বলতে পারবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিজেই কুড়োচ্ছেন মাটিতে পড়া KKR-র পতাকা, নেটিজেনদের মন জিতলেন নম্র শাহরুখ খান 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
IPL 2025 Player Auction: ৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড
৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড
Rahul Gandhi: ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
PM Modi : যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি..', ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVELottery Fraud Case: লটারি-কেলেঙ্কারিতেও এবার প্রভাবশালী-যোগের অভিযোগ | ABP Ananda LIVEBankura News: 'কঠোর শাস্তি হওয়া উচিত', বিরোধীদের তোপের মুখে পড়ে নতুন নিদান বাঁকুড়ার তৃণমূল সাংসদেরPurulia:'তরুণের স্বপ্ন' প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, তালিকায় যুক্ত হল পুরুলিয়ার নাম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata News: ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
IPL 2025 Player Auction: ৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড
৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড
Rahul Gandhi: ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
PM Modi : যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
Mamata Banerjee On Tab Scam : ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Madan On Opposition : ২৬ এর ভোটের আগে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
'বিরোধীদের চাপ নেই, নইলে চাপে পড়ে...' শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
South 24 Parganas: গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর
গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর
Malda School: গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Embed widget