এক্সপ্লোর

Sports Highlights: রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্সের জয়, রিঙ্কুর বাদ পড়ার কারণ জানালেন আগরকর, এক নজরে খেলার সারাদিন

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।

কলকাতা: রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ। রিঙ্কু, রাহুলদের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কারণ ব্যাখা করলেন অজিত আগরকর। এক নজরে খেলার সব খবর।

রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী সানরাইজার্স

কাজে দিল না রিয়ান পরাগ (Riyan Parag) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) অনবদ্য ১৩৪ রানের পার্টনারশিপ। ৪০ ওভারের রুদ্ধশ্বাস লড়াই শেষে ১ রানে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের জন্য শেষ বলে রাজস্থানের দুই রানের প্রয়োজন ছিল। কিন্তু ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) বলে এলবিডব্লু হন রোভম্যান পাওয়েল। ১ রানে ম্যাচ জেতে সানরাইজার্স। 

প্রথম ইনিংসের ট্র্যাভিস হেডের ৫৮, নীতীশ রেড্ডি ৭৬ ও হেনরিখ ক্লাসেনের ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে সানরাইজার্স। জবাবে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেললেও যশস্বী ও রিয়ান ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বী ৬৭ ও পরাগ ৭৭ রানের ইনিংস খেলেন, তাও শেষমেশ এক রানে হারতেই হল রাজস্থান রয়্যালসকে।

কেন বাদ রিঙ্কু?

দিন দু'য়েক আগেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করেছিলেন অজিত আগরকরের (Ajit Agarkar)) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। সেই দলে যে দুই তারকার বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি শোরগোল পড়ে তাঁরা হলেন কেএল রাহুল (KL Rahul) এবং রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার এই দুই তারকার বাদ পড়া নিয়ে মুখ খুললেন আগরকর।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে গিয়ে রাহুল এবং রিঙ্কুর বাদ পড়া নিয়ে মুখ খোলেন আগরকর। রাহুলের ক্ষেত্রে মিডল অর্ডারে অন্যান্য বিকল্প থাকাটা তাঁর বাদ পড়ার মূল কারণ বলে জানান নির্বাচকপ্রধান। তিনি বলেন, 'রাহুল তো আইপিএলে ওপেন করছে। আমরা মূলত মিডল অর্ডারে ব্যাটিং বিকল্প খুঁজছিলাম। তাই সেক্ষেত্রে পন্থ ও স্য়ামসন অধিক যোগ্য বলে আমাদের মনে হয়েছে। স্যামসন তো যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। বিষয়টা কে বেশি ভাল, সেই বিচার করে করা হয়নি। দল নির্বাচিত হয়েছে আমাদের কী প্রয়োজন সেই অনুযায়ী।'

রিঙ্কুর প্রসঙ্গে আগরকরের বক্তব্য, 'এটা সম্ভবত আমাদের নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্ত। ও ভুল কিচ্ছু করেনি। গিলের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। দিনের শেষে তো আমরা ১৫ জনকেই দলে নিতে পারি। আমরা রিস্ট স্পিনারদের দলে রাখতে চেয়েছিলাম। কুলদীপ ও চাহালকে তাই দলে নেওয়া হয়। অক্ষর পটেল অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন এবং বাকি দুইজন কিপার।' 

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

পাকিস্তানের জাতীয় দলে ফিরলেন মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে রউফের ফেরার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কাঁধের চোটের জন্য খেলতে পারেননি রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ডানহাতি এই স্পিডস্টার দলে ফেরায় কিছুটা শক্তিশালী হবে পাকিস্তান বোলিং লাইন আপ। অন্যদিকে অবসর ভেঙে আমির ও ইমাদের দলের সঙ্গে যোগ দেওয়াও একটা ইতিবাচক দিক। 

হাসান আলিও ফিরেছেন দলে। বাবর আজমের নেতৃত্বেই খেলতে নামবে পাকিস্তান শিবির। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে যেই দল খেলবে সেই দলটিই মোটামুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খেলতে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে আদৌ কি পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে? তার কারণ ১ মে ছিল দল ঘোষণার শেষ দিন। কিন্তু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হলেও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি পিসিব। সূত্রের খবর, দলের অনেক ক্রিকেটারের অফফর্ম ও চোট কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে পিসিবিকে। তাই প্লেয়ারদের পরখ করে নিতে চাইছে নির্বাচকমণ্ডলী। এই তালিকায় রউফ থেকে শুরু করে মহম্মদ রিজওয়ান ও আরও অনেকেই রয়েছেন।

আহত সিএসকে তারকা

এমনিই দলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নাগাড়ে পাঁচ ম্যাচ হারের ধাক্কা, তার ওপর আবার তারকা ক্রিকেটারের চোট। বুধবার, ১ মের রাতটা হলুদ ব্রিগেডের জন্য একেবারেই সুখকর হল না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (CSK vs PBKS) বোলিং ইনিংসের প্রথম ওভারেই বল করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার (Deepak Chahar)। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) কথায় ফাস্ট বোলারকে নিয়ে উদ্বেগ বাড়লই বটে।

সিএসকের বোলিং ইনিংসের প্রথম ওভারে মাত্র দুই বল করার পর তৃতীয় বল করতে গিয়েই আহত হন দীপক। অধিনায়ক রুতুরাজের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তিনি। আর মাঠে ফেরেননি তিনি। চাহারের চোট ঠিক কতটা গুরুতর? ফ্লেমিং কিন্তু খুব একটা আশার খবর দিচ্ছেন না। তিনি বলেন, 'দীপক চাহারকে দেখে ওর পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। প্রাথমিকভাবেই চোটটা দেখে খুব একটা ভাল লাগছিল না। আমরা ইতিবাচক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ডাক্তার এবং ফিজিওরা ওর অবস্থা খতিয়ে দেখছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিচলিত নন নির্বাচকরা, হার্দিক দলের অপিরহার্য অঙ্গ, সাফ জানালেন আগরকর 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Rohit On Ashwin: অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
Mumbai News: মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, সঙ্কটে ৩০ যাত্রী; চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, সঙ্কটে ৩০ যাত্রী; চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
Ashwin Retirement: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
Tarapith New Rule: তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা
তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: 'ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না', ইডির ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ বিচারকের | ABP Ananda LIVEBangladesh: মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক । কীভাবে ভারতে ঢুকেছিলেন ? জানতে চায় পুলিশ | ABP Ananda LIVEBangladesh News: ফের ভারত থেকে ১৯০০ টন আলু আমদানি করল বাংলাদেশ, পেট্রোপোল হয়ে যশোরে গেল আলুবোঝাই ট্রাক | ABP Ananda LIVEBangladesh: যারা নিজেদের প্রগতিশীল মনে করে, তারাও আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি: রবীন্দ্র ঘোষ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rohit On Ashwin: অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
Mumbai News: মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, সঙ্কটে ৩০ যাত্রী; চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
মাঝ সমুদ্রেই উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, সঙ্কটে ৩০ যাত্রী; চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
Ashwin Retirement: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
Tarapith New Rule: তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা
তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা
Ravichandran Ashwin: বর্ডার গাওস্কর সিরিজের মাঝেই আচমকা সিদ্ধান্ত! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
বর্ডার গাওস্কর সিরিজের মাঝেই আচমকা সিদ্ধান্ত! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
Australia vs India: ব্রিসবেন টেস্ট ড্র হতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হল রোহিতদের জন্য
ব্রিসবেন টেস্ট ড্র হতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হল রোহিতদের জন্য
West Bengal Weather Update : তাল কাটল শীতে, এবার শুরু হবে বৃষ্টি, বড় আপডেট আবহাওয়া দফতরের
তাল কাটল শীতে, এবার শুরু হবে বৃষ্টি, বড় আপডেট আবহাওয়া দফতরের
Ravichandran Ashwin: চোখ ছলছল, ড্রেসিংরুমেই বিরাটকে জড়িয়ে ধরলেন, অবসরের আঁচ মিলেছিল আগেই?
চোখ ছলছল, ড্রেসিংরুমেই বিরাটকে জড়িয়ে ধরলেন, অবসরের আঁচ মিলেছিল আগেই?
Embed widget