(Source: ECI/ABP News/ABP Majha)
PAK vs SL, Colombo Weather: আজও খলনায়ক বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল
Asia Cup 2023: বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। যে ম্যাচকে অনেকে টুর্নামেন্টের সেমিফাইনাল বলছেন। কারণ, এই ম্যাচে যে দল জিতবে, ফাইনালে পৌঁছে যাবে।
কলম্বো: এশিয়া কাপে (Asia Cup colombo weather) কোনও ব্যাটার বা বোলার নয়, সব শিবিরের কাছেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসাবে হাজির হয়েছে সে। গ্রুপ পর্বের পরে সুপার ফোরেও পিছু ছাড়ছে না।
বৃষ্টি। যার জেরে একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছিল। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। প্রশ্ন উঠেছিল, কেন শুধুমাত্র দুই দলকে সুবিধা পাইয়ে দেওয়া হবে?
বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। যে ম্যাচকে অনেকে টুর্নামেন্টের সেমিফাইনাল বলছেন। কারণ, এই ম্যাচে যে দল জিতবে, ফাইনালে পৌঁছে যাবে।
কিন্তু বৃষ্টি বাদ সাধলে?
এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পরপর দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ঘায়েল করে। বাংলাদেশের বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি রোহিত শর্মাদের। তবে আরও গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। কলম্বোর ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যেতে পারে, রবিবারের ফাইনালে কারা হবে ভারতের প্রতিপক্ষ।
এখনও পর্যন্ত সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ধরেই নেওয়া হচ্ছে যে, বৃহস্পতিবারের ম্যাচে যে দল জিতবে, তারাই রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট করে। ভারত ইতিমধ্যেই ৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যে দল জিতবে, ৪ পয়েন্ট পেয়ে ভারতের বিরুদ্ধে ট্রফির যুদ্ধে নামবে।
তবে যদি বাবর আজ়মদের সঙ্গে দাসুন শনাকাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। কীভাবে?
ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান - দুই দলেরই পয়েন্ট হবে ৩। কিন্তু শ্রীলঙ্কার রান রেট তুলনামূলকভাবে ভাল। ভারতের কাছে তারা হারলেও, পাকিস্তান আরও বড় ব্যবধানে হেরেছিল। তাই নেট রান রেটে বেশ পিছিয়ে বাবররা। ভারতের কাছে ৪১ রানে হারলেও তাই সুবিধাজনক জায়গায় শ্রীলঙ্কা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে সুবিধা তাই শ্রীলঙ্কার।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সামান্য হলেও পাকিস্তান শিবিরকে স্বস্তিতে রাখবে। কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টির আশঙ্কা থাকলেও, তা ম্যাচ ভেস্তে দেওয়ার মতো নয়। সামান্য বৃষ্টি হতে পারে। ম্যাচে বিঘ্ন ঘটলেও, পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কমই।
আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন