এক্সপ্লোর
Advertisement
ধোনি আধুনিক ক্রিকেটের ’যোগী‘, মন্তব্য শ্রীনাথের
যে কোনও পরিস্থিতিতে অবিচল থাকাও ধোনির একটা বড় গুণ বলে মনে করেন শ্রীনাথ।
নয়াদিল্লি: একক দক্ষতায় ২০০৩ সালের ত্রিদেশীয় সিরিজ মহেন্দ্র সিংহ ধোনি কীভাবে ‘ভারতীয় এ’ দলকে জিতিয়েছিলেন, সে কথা এখনও মনে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার জাভাগল শ্রীনাথ। ধোনির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, ধোনি এক জন ‘ক্রিকেট যোগী’।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন শ্রীনাথ। ওই বছরই পাকিস্তান ও কেনিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে ‘ভারতীয় এ’ দল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীনাথ জানিয়েছেন, ওই সিরিজের প্রতি ম্যাচেই বিপক্ষের বোলারদের কার্যত দুরমুশ করেছিলেন ধোনি। একটি চ্যাট শোয়ে ভারতীয় দলের তারকা অফ-স্পিনার রবীন্দ্রচন্দ্রন অশ্বিনকে শ্রীনাথ বলেছেন, ‘কেনিয়ায় ধোনির সঙ্গে আমার প্রথম পরিচয় ২০০৩ সালের ওই ত্রিদেশীয় সিরিজে। লিগের প্রতিটি ম্যাচে এবং ফাইনালে ধোনি কার্যত একাই ভারতীয় এ দলে জিতিয়েছিল। স্পিন হোক বা পেস-যে কোনও বোলারকেই ওই সিরিজে তুলোধোনা করেছিল এমএস। ওর ব্যাটিং দেখে মনে হয়েছিল, যেন কোনও স্কুল ম্যাচে ব্যাট করছে।’
শ্রীনাথ মনে করেন, ধোনির ম্যাচ রিডিং ছিল অসাধারণ। যে কোনও পরিস্থিতিতে অবিচল থাকাও ধোনির একটা বড় গুণ বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘ধোনি যে ভাবে ম্যাচ পরিচালনা করে, ম্যাচ রিড করে, তাতে জয়ের পথ অনেকটাই সুগম হয়ে যায়। কিন্তু বাইশ গজকে কেন্দ্র করে মাঠে যখন প্রতিকূল পরিস্থিতি, তখনও ধোনির বডি ল্যাঙ্গুয়েজ দেখে তা বোঝা যায় না যে ও এবং দল অসুবিধায় পড়ে গিয়েছে। ধোনি আধুনিক ক্রিকেটের যোগী।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement