এক্সপ্লোর
স্টার্কের বদলি কে, তা কলকাতা নাইট রাইডার্সের ঘোষণার আগেই জানা গেল
1/11

ভারতে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি এই ডানহাতি ফাস্ট বোলার।
2/11

স্টার্কের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জুনিয়র ডাকা এবং কাইল অ্যাবটের নামও বিবেচনায় ছিল। কিন্তু তাঁদের টপকে পছন্দের প্রথমে চলে আসেন কুরান। সম্ভবত চলতি ফর্ম ও অভিজ্ঞতার নিরিখেই তাঁকে নেওয়া হয়েছে।
Published at : 02 Apr 2018 06:00 PM (IST)
View More






















