এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হল না স্মিথ ও ওয়ার্নারকে
সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে আগামী একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলে নেওয়া হল না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। বল বিকৃতি কেলেঙ্কারির ঘটনায় নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলতে বাধা ছিল না। কিন্তু সিরিজে দুই ক্রিকেটারকে অজি স্কোয়াডে রাখা হল না।
চোটের জন্য দলে নেই পেসার মিচেল স্টার্কও।
স্মিথ ও ওয়ার্নারের বল বিকৃতিকাণ্ডে নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ মার্চ। এরফলে তাঁদের দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে কোনও বাধা ছিল না। ইংল্যান্ডে বিশ্বকাপের আগে তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বেশ জল্পনা চলছিল। কিন্তু নির্বাচকরা ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে খেলা ১৫ জনকেই দলে রাখার সিদ্ধান্ত নিলেন।
নির্বাচক ট্রেভর হোন্স বলেছেন, কোচ জাস্টিন ল্যাঙ্কারের সঙ্গে আলোচনা করে স্থির হয়েছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমেই দলে প্রত্যাবর্তনের পথ প্রশ্বস্ত করতে পারবেন ওই দুই ক্রিকেটার। ওদের কনুইয়ের চোটের চিকিত্সার পর এখন ওরা রিহ্যাবে রয়েছে। আইপিএলের মাধ্যমেই ওদের খেলায় ফেরার ভালো সুযোগ রয়েছে।
ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ও স্মিথ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন।
ট্রেভর জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ ও ওয়ার্নার এবং তাদের আইপিএল ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে বিশ্বকাপ ও অ্যাসেজের দিকে লক্ষ্য রেখে ওদের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement