এক্সপ্লোর
কোমরে চোট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক, বদলি জাডেজা

ফাইল ছবি
নয়াদিল্লি: কোমরের চোটের জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তাঁর বদলে একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাডেজা।
NEWS: Hardik Pandya ruled out of Paytm Australia’s tour of India due to lower back stiffness. @imjadeja has been named replacement for Hardik Pandya for the 5 ODIs #AUSvIND pic.twitter.com/l8DUOuDlU3
— BCCI (@BCCI) February 21, 2019
বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই-এর চিকিৎসক দল। তিনি কোমরের চোট সারানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। আগামী সপ্তাহ থেকে স্ট্রেংথ ও কন্ডিশনিং ওয়ার্ক শুরু করবেন পাণ্ড্য। টি-২০ সিরিজের দলে এখন ১৪ জন সদস্য থাকবেন। পাঁচটি একদিনের ম্যাচের জন্য হার্দিক পাণ্ড্যর বদলে নেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-২০ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। টি-২০ সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে। একদিনের সিরিজ শুরু হবে ২ মার্চ থেকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















