এক্সপ্লোর
কোমরে চোট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক, বদলি জাডেজা

ফাইল ছবি
নয়াদিল্লি: কোমরের চোটের জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তাঁর বদলে একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাডেজা।
NEWS: Hardik Pandya ruled out of Paytm Australia’s tour of India due to lower back stiffness. @imjadeja has been named replacement for Hardik Pandya for the 5 ODIs #AUSvIND pic.twitter.com/l8DUOuDlU3
— BCCI (@BCCI) February 21, 2019
বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই-এর চিকিৎসক দল। তিনি কোমরের চোট সারানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। আগামী সপ্তাহ থেকে স্ট্রেংথ ও কন্ডিশনিং ওয়ার্ক শুরু করবেন পাণ্ড্য। টি-২০ সিরিজের দলে এখন ১৪ জন সদস্য থাকবেন। পাঁচটি একদিনের ম্যাচের জন্য হার্দিক পাণ্ড্যর বদলে নেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-২০ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। টি-২০ সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে। একদিনের সিরিজ শুরু হবে ২ মার্চ থেকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















