Sachin On Virat: বিরাটকে নিয়ে সচিন শোনালেন আশার বাণী, কী বললেন মাস্টার ব্লাস্টার?
Virat Kohli: অনেকেই বলছেন যে বিরাট কোহলির আর কিছু অর্জন করার নেই। তবে স্বয়ং সচিন মনে করেন যে কোহলির ক্রিকেটকে দেওয়ার মত এখনও অনেক কিছুই রয়েছে।
মুম্বই: বিশ্বকাপের মঞ্চেই তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি ছিল সচিনের ঝুলিতে। যা ছিল গত বিশ্বকাপের আগে পর্যন্তও ওয়ান ডে ফর্ম্যাটে কোনও ব্যাটারের করা সর্বাধিক সেঞ্চুরি। যেই রেকর্ড ভেঙে ফেলেছেন কিং কোহলি। সচিনের সামনেই সচিনের রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন। অনেকেই বলছেন যে বিরাট কোহলির (Virat Kohli) আর কিছু অর্জন করার নেই। তবে স্বয়ং সচিন মনে করেন যে কোহলির ক্রিকেটকে দেওয়ার মত এখনও অনেক কিছুই রয়েছে।
এক সাক্ষাৎকারে সচিন বলেন, ''আমার রেকর্ড ভেঙেছে বিরাট। আমি ভীষণ খুশি হয়েছি। আমি চাই বিরাট যেন এখানেই থেমে না থাকে। ওর মধ্যে এখনও রানের খিদে রয়েছে। এখনও সমান জেদ রয়েছে ওর মধ্যে। দেশকে অনেক কিছু দেওয়া রয়েছে বিরাটের এখনও। ক্রিকেট আরও বাকি রয়েছে ওর মধ্যে। আমি খুশি যে আমার রেকর্ড একজন ভারতীয় ভেঙেছে। যতক্ষণ ভারতীয় ক্রিকেটারই এই রেকর্ডের মালিক ততক্ষণ আমি খুবই খুশি।''
উল্লেখ্য, গত ওয়ান ডে বিশ্বকাপে মোট ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। ৯৫-এর ওপর গড়ে ব্যাটিং করেছিলেন কিং কোহলি। তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন বিরাট। সর্বোচ্চ ছিল ১১৭।
সচিনকে পিছনে বিরাট কোহলির সামনে এককভাবে সর্বকালের সর্বাধিক শতরানের রেকর্ড নিজের নামে করার সুযোগ তো আছেই। পাশাপাশি সচিনের আরও একাধিক রেকর্ড ভাঙতে পারেন রিকি পন্টিংয়ের বিচারে সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার। কী সেই রেকর্ডগুলি?
ঘরের মাঠে সর্বাধিক শতরান করার রেকর্ডটি বর্তমানে সচিন তেন্ডুলকরের দখলেই রয়েছে। সচিন ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪২টি শতরান করেছেন। তারপরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি নিজের ঘরের মাঠে পন্টিংয়ের থেকে এক বেশি, ৩৭টি শতরান করেছেন। তাই সর্বাধিক ওয়ান ডে শতরান করার পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক শতরানের রেকর্ডও নিজের নামে করতে পারেন তিনি।
সচিন কিন্তু সর্বাধিক শতরানের পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক রান করার মালিকও বটে। দুই দশকের অধিক সময়ের ক্রিকেট কেরিয়ারে সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে মোট ১৪১৯২ রান করেছেন। বিরাট কোহলি আপাতত সচিনের থেকে খানিকটা পিছিয়ে। কোহলির দখলে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৭৩৮ রান করার কৃতিত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংসে তিনি এই তালিকায় মাহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে দেন। সচিন ও বিরাটের মাঝে আপাতত রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা এবং জ্যাক ক্যালিস রয়েছেন।