এক্সপ্লোর
কুস্তি বিতর্ক: আদালতের দ্বারস্থ সুশীল কুমার
নয়াদিল্লি: সোমবার রিও অলিম্পিকে যাওয়ার আশা কার্যত শেষ হওয়ার পর কুস্তি ফেডারেশনকে আদালতে টেনে নিয়ে গেলেন সুশীল কুমার৷ অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর ভারতের কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এবার মামলা করলেন৷ ৭৪কেজি বিভাগে নরসিংহ যাদব দেশের জন্য কোটা অর্জন করেছেন রিও অলিম্পিকের জন্য৷ অলিম্পিকের নিয়মে কুস্তিতে কোন একটি বিভাগে একজনই অলিম্পিকে দেশের জন্য প্রতিনিধিত্ব করবে৷ কিন্তু সুশীল দাবি করতে থাকেন যে দুবার অলিম্পিক পদক জয়ের নজিরের কথা ভেবে তাঁকে পাঠানো হোক। ফেডারেশন নরসিংহের পাশে দাঁড়ানোয় শেষ অবধি আদালতের দারস্থ হলেন অলিম্পিকে ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রীড়াবিদ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















