Sunil Gavaskar Birthday: বিশেষ ভিডিও-বার্তায় গাওস্করকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের
'লিটল মাস্টার'-কে ধন্যবাদ জানালেন 'মাস্টার ব্লাস্টার'
মুম্বই: আজ সুনীল গাওস্করের জন্মদিন। ৭২ বছরে পা দিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় গাওস্করকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।
'লিটল মাস্টার'-এর জন্মদিনে এদিন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন 'মাস্টার ব্লাস্টার'। সেখানে তিনি বলেন, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজও সেই দিনের কথা মনে পড়ে। বান্দ্রার বুখারায় আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। স্থানীয় সাংবাদিকদের তরফে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। বিশ্বরেকর্ড গড়ার ঠিক পরপরই। সেদিন অনেক কিছু নিয়ে কথা হয়েছিল। তারপরও বহুবার আপনার সঙ্গে আমার কথা হয়েছে।
আমার মনে পড়ে, ভারতের হয়ে প্রথম যখন খেলা শুরু করি। ১৯৯০ সালে। লর্ডস টেস্টে ২৭ রানে আউট হয়েছিলাম। অনেকটা বাইরের বল খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হয়েছিলাম। ছেড়ে দিতেও পারতাম।
সেই সময় আপনি এসে বলেছিলেন, বাইরের বল ছেড়ে দাও, শরীরের কাছ থেকে খেল। আপনার কথামতো, অনুশীলনে আমি সেই অনুযায়ী প্র্যাকটিস করি। সেটা আমাকে ভীষণভাবে সাহায্য় করেছিল। আপনি আজও সাহায্য করে চলেছেন।
আপনার জন্মদিনে আমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
এর আগে, একটি সাক্ষাৎকারে, সচিন জানিয়েছিলেন, তাঁর জীবনে একটি আক্ষেপ থেকে গিয়েছে। তা হল, ছোটবেলার আইডল সুনীল গাওস্করের সঙ্গে খেলার সুযোগ না পাওয়া।
সচিন বলেছিলেন, গাওস্কর হলেন আমার ব্যাটিং হিরো। যখন দেশের হয়ে খেলা শুরু করলাম, তখন থেকেই এই আফশোসটা থেকে গিয়েছে।
প্রসঙ্গত, ভারতের হয়ে সচিনের অভিষেক ঘটে ১৯৮৯ সালে। তার ২ বছর আগে, আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন সুনীল গাওস্কর।
গাওস্করের পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের বিরুদ্ধে না খেলতে পারার আক্ষেপও রয়েছে সচিনের। তিনি বলেন, ভিভ রিচার্ডসের বিরুদ্ধে কাউন্টিতে খেলেছি। কিন্তু, আন্তর্জাতিক ম্যাচে কখনও মুখোমুখি হইনি। এই আক্ষেপ থেকে গেছে।