WTC Final 2023: আনপ্লেয়েবল ডেলিভারি নাকি কোহলি নিজের ভুলেই আউট? কী বললেন গাওস্কর?
IND vs AUS: অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান বোর্ডে তুলেছে ভারত। বিরাট কোহলি ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইন আপ। রোহিত, গিল, পূজারাদের সঙ্গে তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। ভাল শুরু করেও ১৪ রানেই প্য়াভিলিয়নে ফিরতে হয় কিংগ কোহলিকে। মিচেল স্টার্কের একটি হঠাৎ বাউন্স হয়ে আসা বল বিরাটের আঙুল ছুঁয়ে স্লিপে স্টিভ স্মিথের কাছে চলে যায়। কিছু বোঝার আগেই আউট হয়ে ফিরে যেতে হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। অনেকেই বলছেন যে, এমন বলে কোনও ব্য়াটারেরই কিছু করার ছিল না। তবে সুনীল গাওস্কর মনে করেন বিরাট একটু ভুল করে ফেলেছিলেন। তারই খেসারত হিসেবে নিজের উইকেট খোয়াতে হল।
কী বলছেন গাওস্কর?
ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ডে রয়েছেন গাওস্কর। কিংবদন্তি এই প্রাক্তন ভারতীয় ওপেনার খুব কাছ থেকেই ওভালে দেখেছেন বিরাটের আউট। তিনি বলছেন, ''আমার মনে হয় বিরাট ফ্রন্টফুটে খেলবে ভেবেছিল। ও আগের শটগুলোও এভাবেই খেলছি। শরীরের ওজন ফ্রন্টফুটে খেলার ফলে সামনের দিকে ছিল। তাই ওরকম বাউন্স বলটা নিজের নিয়ন্ত্রণে খেলতে পারেনি ও। যদি ব্যাকফুটে খেলতে পারত বিরাট, তাহলে হয়ত অন্যকিছুও হতে পারত।''
সানি আরও বলেন, ''যদি খেলার দিকে দেখা যায় তাহলে দেখা যাবে যে অজি বোলাররা খুব বেশি বাউন্সার দিচ্ছিলেন না। তাই সব ব্যাটারই ফ্রন্টফুটে খেলছিল বেশিরভাগ। নিঃসন্দেহে কঠিন ছিল ওরকম একটা বল খেলা। কিন্তু তারপরও বলব যে যদি ব্যাকফুটে খেলত বিরাট সেই বলটি তবে নিজের হাত সরিয়ে নিতে পারত বলের লাইন থেকে।''
এদিকে, পূজারা গিলের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। পূজারার আউট দেখার পরই শাস্ত্রী বলেন, ''গিল এখনও তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের পিচে প্রচুর ম্যাচ খেলেনি। এই ভুল থেকে ও শিক্ষা নেবে। কিন্তু পূজারা? ওর থেকে এমন শট সিলেকশন আশা করা যায় না। কোন বলটা ছাড়তে হবে, কোনটা খেলতে হবে, এটা খুব ভাল করেই বোঝা উচিত ওর। আমি নিশ্চিত এই ধরণের আউট হয়ে পূজারা ভীষণ হতাশই হবে।''
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটাররা যখন আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন, তখন টেস্টের প্রস্তুতিতে কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে এসেছিলেন পূজারা। দীর্ঘ কয়েক মাস ধরে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। কাউন্টিতে পারফরম্যান্সও বেশ ভাল সাসেক্সের হয়ে। কিন্তু গতকাল যেভাবে বোল্ড হলেন গ্রিনের বলে, তা একদমই পূজারাসুলভ নয়। বল জাজমেন্ট করতে না পেরে ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু গ্রিনের বল অফস্ট্যাম্পের বেল নারিয়ে দেয়। মাত্র ১৪ রান করেন পূজারা। ঠিক এর আগে স্কট বোল্যান্ডের বলে ঠিক এভাবেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল। তিনি ১৩ রান করে আউট হন।