Champions Trophy 2025 Final : '...তুমি কি খুশি ?' ফাইনালের আগে রোহিতের নজিরবিহীন সমালোচনা গাওস্করের
Rohit Sharma : রোহিতের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান ৪১। বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ২০ রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান করেছেন।

নয়াদিল্লি : আরও একটা আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুই দলই কার্যত সব বিভাগে নিজেদের মেলে ধরেছে। যদিও ফাইনালের আগে কড়া সমালোচনার মুখে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভালো শুরু করেও বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে তিনি। চার ইনিংসে ১০৪ রান করেছেন হিটম্যান। স্ট্রাইক রেট ১০৭.২১। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, অতিরিক্ত আগ্রাসী ক্রিকেটই কি বারবার সমস্যায় ফেলছে রোহিতকে । ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য অধিনায়কের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, দলের ম্যানেজমেন্ট পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয়। পরিবর্তে একজন খেলোয়াড়ের প্রভাবের ভিত্তিতে বিচার করা হচ্ছে। Sunil Gavaskar on Rohit Sharma
যদিও এনিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ব্যাটিং কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর মতে, রোহিত যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকেন, তাহলে দলের ৩০০-র বেশি রান হতে পারে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, "যদি ও (রোহিত শর্মা) ২৫ ওভারও ব্যাট করে, ভারতের স্কোর পৌঁছে যাবে ১৮০-২০০ রানে। ভেবে দেখুন, ওরা যদি সেই সময় গোটা দুই উইকেট হারায়, শুধু ভেবে দেখুন ওরা কী করতে পারে। ওরা ৩৫০ বা তার বেশি রানে পৌঁছে যেতে পারে।"
তাঁর সংযোজন, "ওরও বিষয়টা নিয়ে ভাবা দরকার। আপাদমস্তক আগ্রাসী ক্রিকেট খেলা একটা ব্যাপার, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার সুযোগ দেওয়ার জন্য কোথাও একটু বিচক্ষণতা থাকতে হবে। যদি ও সেটা করে ফেলতে পারে, বিরোধীদের থেকে ম্যাচ বের করে নিয়ে চলে যাবে। এ ধরনের প্রভাকেই বলা হয়, ম্যাচ জয়।"
রোহিতের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান ৪১। বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ২০ রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান করেছেন। এই পরিস্থিতিতে গাওস্কর বলছেন, "আমি মনে করি, একজন ব্যাটার হিসাবে, তুমি ২৫-৩০ করে রান করেই খুশি ? তা হওয়া উচিত নয়। এটাই আমি ওকে বলব। সাত, আট ও নয় ওভার থাকার পরিবর্তে তুমি যদি ২৫ ওভার পর্যন্ত টিকে যাও, তাহলে দলে তোমার প্রভাব আরও বেশি হবে।"
আরও পড়ুন ; চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর ? চাঞ্চল্যকর রিপোর্ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
