এক্সপ্লোর
শাহরুখের নাইট পরিবারে নতুন সদস্য, বাবা হলেন নারাইন, পুত্রের উদ্দেশে লিখলেন আবেগঘন চিঠি
সোমবার ইনস্টাগ্রামে সুখবরটি প্রথম দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনারই। নারাইন ছেলের ছবি শেয়ার করেন। সঙ্গে একটি আবেগঘন চিঠিও লেখেন তিনি।
![শাহরুখের নাইট পরিবারে নতুন সদস্য, বাবা হলেন নারাইন, পুত্রের উদ্দেশে লিখলেন আবেগঘন চিঠি Sunil Narine becomes father KKR spinner Sunil Narine blessed baby boy shares photo শাহরুখের নাইট পরিবারে নতুন সদস্য, বাবা হলেন নারাইন, পুত্রের উদ্দেশে লিখলেন আবেগঘন চিঠি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/02040024/web-narine-split-still-010221.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বল হাতে তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই দুবারই অবদান রেখেছিলেন। সেই সুনীল নারাইন বাবা হলেন। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী নন্দিতা। যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত।
সোমবার ইনস্টাগ্রামে সুখবরটি প্রথম দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনারই। নারাইন ছেলের ছবি শেয়ার করেন। সঙ্গে একটি আবেগঘন চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতে নারাইন লেখেন, 'তুমি আমাদের জীবনে এমন একটা শূন্যস্থান পূরণ করেছো যে শূন্যতা নিয়ে আমরা কিছু জানতামই না। ঈশ্বরের সমস্ত কৃপা আর আশীর্বাদ ওই ছোট্ট মুখের মধ্যেই দেখেছি। তোমাকে নিঃশর্তভাবে ভালবাসি। ইতি, তোমার বাবা ও মা।'
নারাইন-নন্দিতার বাবা-মা হওয়ার খবরে উচ্ছ্বসিত শাহরুখ খানের দলও। কলকাতা নাইট রাইডার্সের তরফে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে তাদের তারকা স্পিনারকে। কেকেআর তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখে, 'ছেলে হয়েছে। সুনীল নারাইন ও নন্দিতাকে অনেক অভিনন্দন। বাবা-মা হওয়ার জন্য। আমাদের নাইট পরিবারের নবতম সদস্য।'
নারাইনকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দেশ ও আইপিএলের সতীর্থ আন্দ্রে রাসেল, এক সময় তাঁর সঙ্গে কেকেআরে খেলা সূর্যকুমার যাদবরা। ডোয়েন ব্র্যাভো ইনস্টাগ্রামে লেখেন, 'অঅঅঅ, তুমি ধন্য কিংগ।' ইনস্টাগ্রামে লাভ ইমোজি পাঠিয়েচেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ দলে নারাইনের সতীর্থ ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা কায়রন পোলার্ড লিখেছেন, 'বাবাদের জগতে স্বাগত।' পাশাপাশি কার্লোস ব্র্যাথওয়েট, মর্নি মর্কেল, শ্যানন গ্যাব্রিয়েলরা অভিনন্দন জানিয়েছেন নারাইনকে।
গত ডিসেম্বর মাসেই নারাইন ও তাঁর স্ত্রী নন্দিতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তাঁরা খুব তাড়াতাড়িই বাবা-মা হতে চলেছেন। ভূমিষ্ঠ হওয়ার আগেই আসন্ন শিশু সন্তানের লিঙ্গও জানিয়েছিলেন তারকা ক্রিকেটার। পুত্র না কন্যা সন্তান, শুধুমাত্র সেটা জানানোর জন্যই ত্রিনিদাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই জানা যায় যে, নারাইন পুত্র সন্তানের বাবা হলে চলেছেন। ক্যারিবিয়ান তারকা আপাতত আবু ধাবি টি-টোয়েন্টি লিগে খেলছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)