ICC Men T20I Rankings: টেক্কা বাবরকে, সূর্যকুমারের সামনে শুধু মারক্রাম ও রিজওয়ান
Suryakumar Yadav: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু ব্যাট হাতে সেই ম্যাচেও ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন সূর্যকুমার।
দুবাই: টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) ব্যাটারদের ক্রমতালিকায় (Ranking) আরো কিছুটা এগিয়ে গেলেন ভারতের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) টপকে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। তার আগে রয়েছেন শুধু দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ও পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।
শীর্ষে রিজওয়ান, তৃতীয় সূর্যকুমার
সদ্য প্রকাশিত হয়েছে আইসিসির নতুন ক্রমতালিকা। সেখানেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ৭৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্য। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এই ইনিংসটিই সূর্যকে ক্রমতালিকায় আরও এগিয়ে দিয়েছে। চতুর্থ স্থানে থাকা বাবর আজমকের ঝুলিতে রয়েছে ৭৭০ পয়েন্ট। অন্যদিকে ৮২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। অর্থাৎ ৪৫ পয়েন্ট পিছিয়ে পয়েছেন সূর্য রিজওয়ানের থেকে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামের ঝুলিতে রয়েছে ৭৯২ পয়েন্ট। উল্লেখ্য রিজওয়ানও গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছেন। বাবর আজমের পর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড মালান ও ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। তালিকায় প্রথম দশে নেই আর কোনও ভারতীয়। ১৪ নম্বরে রয়েছেন রোহিত শর্মা।
ম্যাচ হেরে ক্ষুব্ধ রোহিত
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। কেএল রাহুল ও হার্দিক পাণ্ড্যর দুরন্ত অর্ধশতরান ও সূর্যকুমার যাদবের ৪৬ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। তা সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে হারের কারণ হিসাবে বোলারদের খারাপ বোলিং এবং ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমার মনে হয় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা ব্যাটিংটা বেশ ভালই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দেয়।'