IND vs SA: দরাজ সার্টিফিকেট সূর্যকে, ট্রোলের শিকার রাহুল, সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
IND vs SA T20: মাত্র ৯১ স্ট্রাইক রেটে ৫৬ বলে নিজের অর্ধশতরান করেন রাহুল। রাহুল ও সূর্যর ব্যাটিং বৈপরীত্যই আলোচলার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে।

তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কে এল রাহুল (K L Rahul) ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পার্টনারশিপের ওপর ভর করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ ওভারের পাওয়ার প্লে-র শেষে ভারত তুলল ১৭ রান। ২ উইকেট হারিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাওয়ার প্লে-তে ভারতের সর্বনিম্ন রান। জয়ের মধ্যেও যে বিষয়টা উদ্বেগ তৈরি করবে ভারতীয় শিবিরে। আর সেখানে কে এল রাহুলের মন্থর ব্যাটিংও ছিল। মাত্র ৯১ স্ট্রাইক রেটে ৫৬ বলে নিজের অর্ধশতরান করেন রাহুল। রাহুল ও সূর্যর ব্যাটিং বৈপরীত্যই আলোচলার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে।
সোশাল মিডিয়া কী বলছে?
Non-Striker batters whenever Suryakumar Yadav is batting #SKY pic.twitter.com/otuvHbNf6k
— Lalit Tiwari (@lalitforweb) September 28, 2022
Your team has scored 17 runs in 37 balls, not able to put bat on ball and lost Rohit and Kohli. #INDvSA
— Sameer Allana (@HitmanCricket) September 28, 2022
Suryakumar Yadav: pic.twitter.com/Mxxxxl7DaG
Others batters | Surya Kumar Yadav pic.twitter.com/GKVQx0EqAY
— Sagar (@sagarcasm) September 28, 2022
জুটিতে লুটি
প্রথমে ব্যাট করে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
