Suryakumar Yadav: তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট কোনটি? অকপট মুম্বই ইন্ডিয়ান্স তারকা সূর্যকুমার
IPL 2023: সূর্যকুমার যাদব ইতিমধ্যেই চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৫৪৪ রান করে ফেলেছেন।
আমদাবাদ: চলতি আইপিএলের (IPL 2023) শুরুটা একেবারেই আহামরিভাবে করতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে টুর্নামেন্ট যতই গড়িয়েছে ততই ছন্দে ফিরেছেন সূর্যকুমার। তাঁর ফর্মই কিন্তু মুম্বইয়ের এ মরসুমে ভাল পারফর্ম করারও অন্যতম বড় কারণ। তিনি ইতিমধ্যেই ১৫ ম্যাচে ৫৪৪ রান করে ফেলেছেন। জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। কিন্তু বর্তমানে এই জায়গায় পৌঁছতে তাঁকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তাঁর কেরিয়ারের টানিং পয়েন্ট ঠিক কোনটা?
কেরিয়ারের টার্নিং পয়েন্ট
সূর্য জানান মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাঁর প্রতি যে ভরসা দেখিয়ে তাঁকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলার সুযোগ করে দেওয়াতেই তাঁর ভাগ্য বদল ঘটেছে। মুম্বই তারকা বলেন, 'আমি যখন ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরি, তখন মনে হচ্ছিল আমি যেন বহুদিন পর নিজের পরিবারে ফিরলাম। ওরা আমার ওপর অনেক ভরসা দেখায় এবং আমায় ওপরের দিকে ব্যাট করার সুযোগও করে দেয়। আমার কেরিয়ারের এটা বড় টার্নিং পয়েন্ট। আমি ২০১৮ মরসুমে রান পেয়েছিলাম এবং পরের বছর থেকেই দলে আমার ভূমিকা বদলে যায়।'
সূর্য আরও যোগ করেন, 'ওরা আমার ওপর যতটা ভরসা রেখেছিল, তার প্রতিদান তো দিতেই হত। আমার খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছিল এবং সেই উদ্দেশে প্রবল খাটা খাটনিও করি। এই ফ্র্যাঞ্চাইজি সকল খেলোয়াড়কেই তাদের উন্নতির জন্য সেরা অনুশীলনের বন্দোবস্ত থেকে মানসিকভাবে সাহস জোগানো, যা যা প্রয়োজন, সবটাই প্রদান করে। আমাদের খেলোয়াড়দের তরফে এক শতাংশ দিতে হয়, বাকি ৯৯ শতাংশ দেওয়ার চেষ্টাটা ফ্র্যাঞ্চাইজিই করে।'
দ্বিতীয় কোয়ালিফায়ারের পিচ
আজ সূর্য তথা মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। সেই ম্যাচ কেমন হবে পিচ? তীব্র দাবদাহ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস! আজ, শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের কোয়ালিফায়ার টুয়ে যুযুধান দুই দল - গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে লড়াই করতে হবে প্রবল গরমের সঙ্গেও।
আর এই আবহাওয়া চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে কিউরেটরের। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মহারণ। সেই ম্যাচের পিচ কেমন হবে? প্রবল দাবদাহের জন্য উইকেট খুব শুকনো থাকার কথা। ম্যাচ চলাকালীন উইকেট ভেঙে যাবে না তো?
তীব্র রোদ থেকে বাঁচাতে পিচ ঢেকে রেখেছেন কিউরেটর। যাতে প্রখর রোদে বাইশ গজ ঝুরঝুরে না হয়ে যায়। এই মাঠে মোট ৯টি পিচ রয়েছে। তার মধ্যে গুজরাত বনাম মুম্বই ম্যাচ হচ্ছে যে বাইশ গজে, সেটায় খুব বেশি ম্য়াচ হয়নি। কিউরেটর পর্যাপ্ত পরিমানে জল দিয়েছেন। যাতে পিচে আর্দ্রতা থাকে। কিউরেটর জানিয়েছেন, উইকেটে গতি ও বাউন্স থাকবে। বল পড়ে ভালভাবে ব্যাটে যাবে। ফলে স্ট্রোক প্লেয়ারদের সুবিধা হবে। এখন আমদাবাদে শিশির খুব একটা পড়ছে না। তাই শিশিরে সমস্যা হবে না বলেই ধারণা। তাও কোনও ঝুঁকি নিতে চাইছেন না মাঠকর্মীরা। রাসায়ানিক স্প্রে করা হচ্ছে। ম্যাচের আগেও হবে।
আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !