Aus vs SA: দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে অভিযান শুরু অস্ট্রেলিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা।
আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সব মিলিয়ে অজি শিবিরে খুশির হাওয়া।
একটা সময় এই দুই দেশের দ্বৈরথের উত্তাপ ছাড়িয়ে গিয়েছিল অ্যাশেজ সিরিজের রোমাঞ্চকেও। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে একপেশে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল ১১৮/৯ স্কোরে। মাত্র ১১৯ রান করলেই ২ পয়েন্ট ঘরে তুলবে অস্ট্রেলিয়া, সমীকরণটা দাঁড়িয়েছিল সেরকমই।
ব্যাট হাতে অজি বোলারদের বিরুদ্ধে লড়াই করলেন একমাত্র এইডেন মারক্রাম। ৩৬ বলে ৪০ রান করে তিনিই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ স্কোরার। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান করেননি। অজি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। বল হাতে সফল গ্লেন ম্যাক্সওয়েলও। একটি উইকেট পেয়েছেন তিনি। এক উইকেট প্যাট কামিন্সের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ কোনও রান না করেই ফেরেন। ওয়ার্নার আউট হন মাত্র ১৪ রান করে। রান পাননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। তবে মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রান করার পর এনরিক নোখিয়ার বলে স্মিথের ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন এইডেন মারক্রাম। তবে স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টোইনিস। ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাথু ওয়েড ১০ বলে ১৫ রান করে ফেরেন। ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: হ্যান্ডশেক করার সময়ও স্লেজিং ভারত-পাক ক্রিকেটারদের! ফাঁস করলেন প্রাক্তন পেসার