Ashwin to ABP LIVE: ওদের সবরকম সাহায্য করতে তৈরি, আফগানিস্তানের জয়ের প্রার্থনায় অশ্বিন
T20 World Cup: জটিল ধাঁধায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের সামনে শেষ চারের দরজা খুলে যেতে পারে যদি গ্রুপে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান।
দুবাই: জটিল ধাঁধায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের দৌড়ে সরু সুতোয় ঝুলছে বিরাট কোহলিদের (Virat Kohli) ভাগ্য। পরপর তিন ম্যাচ জিতলেও গ্রুপ পর্ব থেকেই টিম ইন্ডিয়ার বিদায় নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভারতের সামনে শেষ চারের দরজা খুলে যেতে পারে....
যদি গ্রুপে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান। সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তান - তিন দলেরই পয়েন্ট হবে ৬। ভারত যদি স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে রান রেট স্বাস্থ্যকর রাখতে পারে, সেমিফাইনালের টিকিট পেয়ে যেতে পারেন।
আর অশ্বিনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের জয়ের প্রার্থনা শুরু করে দিয়েছেন। এমনকী, আফগানিস্তানকে মাঠের বাইরে থেকে সবরকম সাহায্য করতেও তৈরি তিনি।
শুক্রবার দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। বৃহস্পতিবার অশ্বিনের কাছে এবিপি লাইভ জানতে চেয়েছিল, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় ড্রেসিংরুমে কী ধরনের আলোচনা চলছে? দুবাই থেকে জুম কলে বিশ্বের বাছাই করা কয়েকজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তামিলনাড়ুর অফস্পিনার। অশ্বিন বলেন, 'এ নিয়ে কিছু আলোচনাই হচ্ছে না কারণ আমাদের দুই ম্যাচ বাকি রয়েছে আর সকলেই সেই দুই ম্যাচের পরিকল্পনা সারতে আর নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। বাকিটা তো আমাদের হাতে নেই। ফিঙ্গার ক্রসড।'
এরপরই অশ্বিন যোগ করেন, 'ক্রিকেট খুব মজার খেলা। আফগানিস্তান ভাল ক্রিকেট খেলছে। আমাদের আশা অনেকটাই নির্ভর করছে ওদের ওপর। ওদের শুভেচ্ছা জানাই। আমরা যদি ওদের মাঠে ভাল খেলার জন্য কোনওরকম সাহায্য করতে পারতাম.... আর কী-ই বা আশা করতে পারি। ওরা ভাল ক্রিকেট খেলছে। পাকিস্তানও দারুণ খেলছে। প্রথম দুই ম্যাচে আমরা প্রত্যাশিতভাবে খেলতে পারিনি। সেই কারণেই পয়েন্ট টেবিলে এই জায়গায় রয়েছি। তবে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। দ্রুত ফিরে আসা যায়। আমরা ভালভাবে শেষ করতে চাইছি।'
আফগান সঞ্জীবনীর অপেক্ষায় টিম ইন্ডিয়া...