Indian Opening Record: টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এই নতুন রেকর্ডের মালিক হলেন রোহিত-রাহুল
Indian Opening Record: আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন ২ ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল। ২ জনে মিলে বোর্ডে ১৪০ রান যোগ করেন ওপেনিংয়ে। একইসঙ্গে নজিরও গড়েন।
আবু ধাবি: আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন ২ ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ২১০ রান তুলে নেয়। আর এই বিশাল রান তোলার অন্যতম কারিগর রোহিত ও রাহুল। ২ জনে মিলে বোর্ডে ১৪০ রান যোগ করেন ওপেনিংয়ে। আর একইসঙ্গে নজিরও গড়ে ফেলেন তাঁরা। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ গড়়লেন ২ ব্যাটার। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় জুটি হিসেবে ১০০ প্লাস রান করলেন। তালিকায় শীর্ষে রয়েছেন গৌতম গম্ভীর-বীরেন্দ্র সহবাগ জুটি। রোহিত ও রাহুলের এটা চতুর্থবার ১০০ প্লাস রানের পার্টনারশিপ।
এর আগে এদিন ফের টস হারলেন বিরাট কোহলি। এই নিটে শেষ ৮ ম্যাচে ৭ বারই টস হারলেন তিনি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। কিন্তু বোলাররা তাঁর সিদ্ধান্তের সম্মান জানাতে পারলেন না। প্রথম ওভারে একমাত্র ৫ রান দিয়েছিলেন নবি নিজে। আর পাওয়ার প্লে-র শেষ ওভারে ১ রান খরচ করেছিলেন আফগান বোলার। এছাড়া পুরো ইনিংসেই দাপট দেখালেন ভারতের ওপেনিং জুটি। রোহিত শুরু থেকেই হাত খোলেন। রাহুল একটু সেট হয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ২ জনে মিলে দ্রুত দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। এদিন মুজিব উর রহমানকে খেলায়নি আফগানিস্তান। তাঁর চোট রয়েছে। রশিদ ছিলেন একাদশে। কিন্তু তাঁকেও বেশ নিষ্প্রভ মনে হল এদিন। ৪ ওভারে ৩৬ রান খরচ করলেও কোনও উইকেট তুলতে পারেননি তিনি।
বিশাল রানের লক্ষ্যমাত্রা। রান তাড়া করতে নেমে ঠিক যেমনটা দরকার ছিল, তেমনটা শুরু করতে পারেনি আফগানিস্তান। ২ ওপেনারই দ্রুত ফিরে যান তাঁদের। ফলে চাপে পড়ে যায় প্রথমেই আফগানরা। রাহমুদুল্লাহ গুরবাজ ও গুলবদিন নইব শুরুটা ভাল করলে বড় রান বোর্ডে তুলতে পারেননি। কিন্তু লোয়ার অর্ডারে মহম্মদ নবি, করিম জন্নত মিলে লড়াই করার চেষ্টা করেন। এই ম্যাচে ৯৯ রানের মধ্যে আফগানিস্তানকে অল আউট করতে পারলে ভারত রান রেটের বিচারে আফগানদের ওপরে উঠে আসত। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন ২ ব্যাটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৪ রানই তুলতে পারে আফগানিস্তান।