T20 World Cup: বিশ্বকাপে বিপজ্জনক হতে পারে শ্রীলঙ্কা, সতর্ক করছেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন দলের ক্রিকেটার
Gautam Gambhir: সামনেই টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে বলে সকলকে সতর্ক করে দিলেন গম্ভীর।
নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup) আগে কেউ ভাবেননি যে, তাঁরা চ্যাম্পিয়ন হতে পারেন। কিন্তু সকলকে হতবাক করে দিয়েছিলেন দাসুন শনাকারা। ভারত, পাকিস্তানের মতো হেভিওয়েটরা যে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে বলে সকলকে সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য জানিয়েছেন, আত্মবিশ্বাসে টগবগ করছে শ্রীলঙ্কা।
যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে সুপার টুয়েলভের মূল পর্বে যোগ্যতা অর্জনের সেরা দাবিদার শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। কোন দল বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠান 'গেম প্ল্যান'-এ গম্ভীর বলেছেন, 'শ্রীলঙ্কা। কারণ এশিয়া কাপে দারুণ সাফল্য পেয়েছে। যেভাবে ওরা খেলছে, সঠিক সময়ে সেরা ছন্দে রয়েছে। চামিরা ও লাহিরু কুমারা যোগ দিচ্ছে বলে ওদের সব দিক থেকে ভারসাম্য চলে এসেছে। ওরা বিপজ্জনক দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে।'
বুমরার বদলি শামি
চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকেই জল্পনা চলছিল, কে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্ত হবেন।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, বুমরার পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
বাংলার পেসার স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপের দলে আগেই সুযোগ পেয়েছিলেন। তিনি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন শামি।
পাশাপাশি জানানো হয়েছে, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরও বিকল্প হিসাবে ভারতীয় শিবিরে যোগ দেবেন। যাতে মূল দলের কেউ চোট পেলে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা যায়।
আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা