Bangladesh News: ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদের আরও কীর্তি প্রকাশ্যে ! | ABP ANANDA LIVE
ABP ANANDA LIVE:অসম এসটিএফের 'অপারেশন প্রঘাত'। কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি। উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক।অসমে জালে আরও ২ জঙ্গি । LET, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি । আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি । জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত তেহরিক-ই-মুজাহিদিন । ১৯৯০ সালে পাকিস্তানে জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে জাভেদ মুন্সি । পাকিস্তানের করাচিতে হয় আইইডি প্রশিক্ষণ । ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত জাভেদ আহমেদ মুন্সি
লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ৯ মাস ধরে করাচিতে IED তৈরির ট্রেনিং। তারপর ভারতে ফিরে জঙ্গিদের প্রশিক্ষণ। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদের আরও কীর্তি প্রকাশ্যে।
জঙ্গি প্রশিক্ষক জাভেদ!