Jadeja on Dhoni: শাস্ত্রীর কোচিংয়ে এক নম্বরে ভারত, ধোনির প্রয়োজন হল কেন, প্রশ্ন জাডেজার
ধোনিকে মেন্টর করার সিদ্ধান্ত নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের প্রশ্ন করলেন জাডেজা।
নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিন বড়সড় চমক দিয়েছিলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। যে নির্বাচন বিস্মিত করেছে অজয় জাডেজাকে (Ajay Jadeja)। প্রাক্তন অলরাউন্ডার প্ৰশ্ন তুলেছেন, হঠাৎ এমন কী ঘটল যে, রাতারাতি দলে মেন্টর নিয়োগ করতে হল!
ধোনিকে মেন্টর করার সিদ্ধান্ত নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের প্রশ্ন করলেন জাডেজা। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। তখনই বোর্ডের সচিব জয় শাহ জানান, ধোনিকে মেন্টর হিসাবে নিয়োগ করা হচ্ছে। বোর্ডের এমন ঘোষণায় উৎফুল্ল গোটা দেশের ধোনি সমর্থকরা।
তবে এমন সিদ্ধান্তের পিছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না জাডেজা। তিনি বলেছেন, “আমি এই সিদ্ধান্তের কোনও যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। গত দু-দিন ধরেই এই বিষয়ে ভেবে চলেছি। আমি স্রেফ ধোনির কথা বলছি না। আমি জানি জাতীয় দলের ক্ষেত্রে ও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই প্রসঙ্গে যাচ্ছিই না। তবে এটা অনেকটা রাহানের আগে জাডেজাকে পাঠানোর মত যুক্তিহীন লাগছে।”
প্রাক্তন তারকা আরও বলেছেন, “আমার চেয়ে বড় ধোনি সমর্থক কেউ নেই। তবে আমি বিস্মিত হয়ে গিয়েছি এই সিদ্ধান্তে। ধোনিই আমার মতে প্ৰথম ক্যাপ্টেন যে, খেলা ছেড়ে দেওয়ার আগেই নিজের উত্তরসূরি তৈরি করে গিয়েছিল। নাহলে জাতীয় দলে একাধিকবার নেতৃত্ব পরিবর্তন ঘটে যেত।” জাডেজা আরও জানিয়েছেন, হেড কোচ হিসেবে রবি শাস্ত্রী সফল। তাই দলে মেন্টরের প্রয়োজন ছিল কি না, প্রশ্ন তুলেছেন জাডেজা। বলেছেন, “টিম ইন্ডিয়ায় একজন কোচ রয়েছে যিনি দলকে এক নম্বরে নিয়ে গিয়েছেন। রাতারাতি কী এমন ঘটল যে, একজন মেন্টরের প্রয়োজন হয়ে পড়ল! এই ভাবনাই আমাকে অবাক করছে।”
ধোনিকে মেন্টর নিয়োগ করায় স্বার্থ সংঘাতের অভিযোগ দায়ের করেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন কর্তা সঞ্জীব গুপ্ত। বোর্ডের এপেক্স কাউন্সিলের কাছে সঞ্জীব গুপ্ত চিঠি পাঠিয়ে জানিয়েছেন, একই ব্যক্তি বোর্ডের দুই জায়গায় থাকতে পারেন না। এই নিয়মেরই লঙ্ঘন ঘটছে ধোনির নিয়োগে। কারণ ধোনি একই সঙ্গে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ও জাতীয় দলের সদ্যনিযুক্ত মেন্টর। সঞ্জীব গুপ্তর যুক্তি, একটি দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি জাতীয় দলের মেন্টরের ভূমিকা পালন করলে সেক্ষেত্রে স্বার্থ সংঘাত ঘটতে পারে।