T20 WC Ind vs Nz: বিরাটদের পাশে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে এই বার্তা অর্জুন কপূরের
T20 WC Ind vs Nz: রবিবার কেন উইলিয়ামসন বাহিনীর বিরুদ্ধে একপেশেভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হারের পর স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে।
মুম্বই: বিরাট কোহলিদের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়ালেন অর্জুন কপূর। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা সমর্থকদের উদ্দেশেও বার্তা দিয়েছে। রবিবার কেন উইলিয়ামসন বাহিনীর বিরুদ্ধে একপেশেভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হারের পর স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু এই সময় বিরাট অ্যান্ড কোংয়ের পাশে থাকার জন্য সমর্থকদের বার্তা দিলেন অর্জুন কপূর।
অর্জুন লিখেছেন, 'একটা বা দুটো ম্যাচ হারলে আমাদের আবেগে আঘাত লাগে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই দলটাই গত ১০ বছর ধরে আমাদের মুখে প্রতিনিয়ত হাসি ফুটিয়ে চলেছে। দুর্দান্ত সব পারফরম্যান্স করেছে। আমাদের কোনওভাবেই ভুলে গেলে চলবে না যে এই ছেলেগুলোই বায়ো বাবলে থেকে গত এক বছর ধরে আমাদের বিনোদন দিয়ে এসেছে মাঠে। ওঁদের পাশে দাঁড়াতে হবে আমাদের। ওঁদের এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহজ জোগাতে হবে। কেউই হারতে পছন্দ করে না।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্স ভাল নয় টিম ইন্ডিয়ার। এই নিয়ে আইসিসি ইভেন্টে টানা ৩ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে হারতে হল বিরাট বাহিনীকে। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে সুপার টুয়েলভ ফর্ম্যাটে। যেখানে যোগ্যতা অর্জনকারী ১২টি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। অর্থাৎ প্রতি গ্রুপে রয়েছে ৬টি করে দল। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সেমিফাইনালে যাবে। ভারত রয়েছে গ্রুপ ২-তে। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছেন কোহলিরা। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। ২ ম্যাচের একটিতে জিতে নামিবিয়া রয়েছে চার নম্বরে। ভারতের পিছনে শুধু স্কটল্যান্ড।