T20 WC Ind vs Nz: ব্যাটিং অর্ডার বদলেই কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, সমালোচনায় মুখর পাঠান
T20 WC Ind vs Nz: রবিবার কিউয়িদের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছিল ঈশান কিষাণকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেমে যদিও রান পাননি ঈশান।
দুবাই: পরপর ২ ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। কোনও ক্রিকেটারকেই সেভাবে চেনা ছন্দে মনে হয়নি ২ টো ম্যাচে। টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথম ম্যাচে হারের পর, এবার দ্বিতীয় ম্যাচে হারের পর প্রথম একাদশে ব্যাটিং অর্ডার বদল নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান।
রবিবার কিউয়িদের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছিল ঈশান কিষাণকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেমে যদিও রান পাননি ঈশান। তার থেকেও বড় কথা রোহিত শর্মাকে সরিয়ে ওপেনিংয়ে রাহুলের সঙ্গে পাঠানো হয়েছিল তরুণ উইকেট কিপার ব্যাটারকে। ইরফান ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, 'কোনও বড় টুর্নামেন্টে এভাবে প্রথম একাদশে বদল করা উচিত না। একটা ম্যাচের ওপর নির্ভর করে কখনওই কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমি অবাক হয়ে গিয়েছি যে কিছু বড় নাম যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কীভাবে নিতে পারলেন।'
In any big tournament you can’t change the playing 11 in just one game and get desired results. Players need stability And I’m surprised this is happening with some big names taking decisions. #ind
— Irfan Pathan (@IrfanPathan) October 31, 2021
সূর্যকুমার যাদব আনফিট থাকায় তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছিল ঈশানকে। কিন্তু তাঁকে রোহিতের বদলে ওপেনিংয়ে নামানো হবে, এমনটা বোধহয় কেউই ভাবেননি। রাহুল-ঈশান জুটি ফ্লপ। এমনকী তিন নম্বরে নেমে রোহিতও রান পাননি। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ায় আর রানও করতে পারেনি ভারতীয় দল। পাঠান যে তাঁর মন্তব্যের মাধ্যমে কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুলেছেন তা বলাই বাহুল্য।