Watch Video: ভারতকে হারিয়েও সতর্ক, ড্রেসিংরুমে সতীর্থদের কড়া বার্তা বাবরের, ভাইরাল ভিডিও
Watch Video: দেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারিয়েছেন তিনি। রবিবারের পর থেকে বাবর আজম যেন পাকিস্তানের নায়ক হয়ে গিয়েছেন।
শারজা: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। দেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারিয়েছেন তিনি। রবিবারের পর থেকে বাবর আজম যেন পাকিস্তানের নায়ক হয়ে গিয়েছেন।
ভারতকে হারানোর পর ড্রেসিংরুমে পাক অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ট্যুইটারেও সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বাবর আজম সতীর্থদের উদ্দেশে বলছেন, 'এখনই আমাদের রিল্যাক্স করার কোনও জায়গা নেই। ভারতের বিরুদ্ধে ম্যাচ অতীত। ওটা ভুলে যেতে হবে। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। সেটাই মাথায় রাখতে হবে। মজা, আনন্দ সব হবে, কিন্তু ভুললে হবে না যে মাঠে নামার পর নিজেদের লক্ষ্যে স্থির থাকতে হবে।'
The captain and head coach address the players after Pakistan's historic win over India. #WeHaveWeWill pic.twitter.com/Laww5iTMzX
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021
ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল পাকিস্তান। ১৭.৫ ওভারে জয়ের রান তুলে নিল পাকিস্তান। এবং কোনও উইকেট না হারিয়ে। এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে হারল ভারত। পাক অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন। ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করলেন মহম্মদ রিজওয়ান। রেকর্ডটা ছিল ১২-০। ওয়ান ডে বিশ্বকাপে ৭-০ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫-০। রবিবার ডাক দেওয়া হয়েছিল ১৩-০ করার। কিন্তু পারলেন না বিরাট কোহলিরা। বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের ধাক্কায় চুরমার হয়ে গেল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে শাপমোচন ঘটাল পাকিস্তান।
এদিকে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে শুভেচ্ছা জানালেন দানিশ কানেরিয়া। প্রাক্তন পাক স্পিনার নিজের সোশ্যাল মিডিয়া কু-তে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। দেখে নেওয়া যাক তাঁর পোস্টটি।