T20 World Cup 2021 SCO vs BAN: বিশ্বকাপের প্রথম দিনেই অঘটন, স্কটল্যান্ডের বিরুদ্ধে হার শাকিবদের
T20 World Cup 2021 SCO vs BAN: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে অঘটনের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে হারিয়ে নিজেদের টুর্নামেন্ট অভিযান শুরু করল স্কটল্যান্ড।
ওমানঃ বিশ্বকাপের প্রথম দিনেই অঘটন, স্কটল্যান্ডের বিরুদ্ধে হার শাকিবদের। ৬ রানে বাংলাদেশকে হারিয়ে দিল স্কটল্যান্ড। আজ থেকেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ম্যাচে স্কটল্যান্ডের থেকে খাতায় কলমে অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল টাইগাররা। তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসল স্কটল্যান্ড। ৬ রানে তারা হারিয়ে দিল মাহমুদুল্লাহ বাহিনীকে।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। শুরুটা অবশ্য বেশ ভালই করেছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে সইফুদ্দিনের বলে বোল্ড হয়ে যান স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। রান না করেই ফেরেন তিনি। এরপর মিডল অর্ডারও সেভাবে রান হায়নি। তবে লোয়ার অর্ডারে ক্রিস গ্রিভস ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ১৭ বলে ২২ রানের ইনিংস খেলেন মার্ক ওয়াট। মূলত এই ২ জনের ব্যাটিংয়ের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ ইকেট হারিয়ে ১৪০ রান বোর্ডে তুলে নেয় স্কটল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। খুব অল্প রানের মাথায় ২ ওপেনার লিটোন দাস ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ২ জনেই ব্যক্তিগত ৫ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম দলের হাল ধরার চেষ্টা করেন। প্রথমে শাকিব আল হাসানকে নিয়ে ও পড়ে মাহমুদুল্লাহকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। কিন্তু বল হাতেও জ্বলে ওথেন গ্রিভস। ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মুশফিকুরের উইকেটও রয়েছে। শেষ পর্যন্ত মুশফিক ফিরতেই ধস নামে ব্যাটিং লাইন আপে। স্কটল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রিস গ্রিভস।
এদিকে এদিন অন্য একটি ম্যাচে পাপুয়া নিউ গিনিকে একপেশে লড়াইয়ে ১০ উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওমান।