T20 WC, India New Jersey: বিলিয়ন চিয়ার্স জার্সি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটদের পরনে থাকছে নতুনত্বের ছোঁয়া
T20 WC, India New Jersey: বিসিসিআইয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাদের নতুন জার্সি গায়ে।
মুম্বইঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন হল। আগেই বলা হয়েছিল যে ১৩ অক্টোবর ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচিত হবে। দেই মতো এদিন দুপুরে বিসিসিআইয়ের তরফে এই জার্সি প্রকাশ করা হল। বিসিসিআইয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাদের নতুন জার্সি গায়ে।
Presenting the Billion Cheers Jersey!
— BCCI (@BCCI) October 13, 2021
The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.
Get ready to #ShowYourGame @mpl_sport.
Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports #BillionCheersJersey pic.twitter.com/XWbZhgjBd2
নতুন এই জার্সির পোশাকি নাম রাখা হয়েছে 'বিলিয়ন চিয়ার্স'। বিসিআই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে লিখেছে, 'লক্ষ লক্ষ সমর্থকদের চিৎকার, অনুপ্রেরণা, সমর্থনের কোথা মাথায় রেখে এই জার্সি তৈরি করা হয়েছে।' নতুন এই জার্সিতে নীল রংটী আরও বেশি ডার্ক কড়া হয়েছে। তারুণ্য, শক্তির বিষয়টি মাথায় রাখা হয়েছে।
এই মুহূর্তে রেট্রো জার্সি পরেই মাঠে নামেন বিরাটরা। ১৯৯২ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারতীয় দলের যেমন জার্সি ছিল, তেমনই। গতবছরের অস্ট্রেলিয়া সিরিজ থেকে সেই জার্সির আদলেই মাঠে নামছেন বিরাট কোহলিরা। অনেকেই ভেবেছিলেন এই জার্সি পরেই হয়ত সেখানেও নামবেন বিরাট কোহলিরা৷ কিন্তু, বোর্ড অবশ্য অন্য রাস্তাতেই হেঁটেছে৷ রেট্রো নয়, বিশ্বকাপের মঞ্চে নতুন জার্সি পরে নামবেন বিরাটরা৷
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন।