T20 World Cup 2021: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বোলিং বিরাটের, ট্যুইটারে সমর্থকদের বার্তা
T20 World Cup 2021: ঠিক যেমন দেখা গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। সেখানে ষষ্ঠ বোলার হিসেবে বল করলেন ভারত অধিনায়ক। ২ ওভার বল করে ১২ রান দিলেও কোনও উইকেট অবশ্য পাননি বিরাট।
দুবাই: বল হাতে বিরাট কোহলি। না, সচরাচর তিনি বল করেন না। কিন্তু দলের প্রয়োজনে এর আগেও তাঁকে দেখা গিয়েছে বল করতে। ঠিক যেমন দেখা গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। সেখানে ষষ্ঠ বোলার হিসেবে বল করলেন ভারত অধিনায়ক। ২ ওভার বল করে ১২ রান দিলেও কোনও উইকেট অবশ্য পাননি বিরাট। কিন্ত তাঁর বোলিংয়ের ছবি ও ভিডিও ক্লিপিংস মুহুর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুধবার অস্ট্রেলিয়া ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসেছিলেন বিরাট। সেই ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ক্রিজে সেই সময় ছিলেন অস্ট্রেলিয়ার ২ সেরা ব্যাটার স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ২ জনে শেষ ৪ বলে মাত্র ৪টে সিঙ্গলস নিতে পেরেছিলেন। এর পর কোহলি তাঁর দ্বিতীয় ওভারটি করতে আসেন ম্যাচের ১৩ তম ওভারে। সেই অময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৭৩। ম্যাক্সওয়েল ফিরে গেছিলেন ততক্ষণে। ক্রিজে ছিলেন স্মিথ ও স্টোইনিস। ২ জনে মিলে সেই ওভারে ৮ রানের বেশি তুলতে পারেননি। একটি মাত্র বাউন্ডারি এসেছিল সেই ওভারে স্টোইনিসের ব্যাট থেকে।
Pakistan is not ready🔥 pic.twitter.com/eoDMoVTmyo
— Kanav Bali🏏 (@Concussion__Sub) October 20, 2021
এরপরই ট্যুইটারে বিরাটের ছবি পোস্ট করে একের পর এক কমেন্ট আসতে থাকে। কেউ লেখেন যে, ''পাকিস্তান এই ছবির জন্য প্রস্তুত নয় একদমই। আবার কেউ লেখেন যে 'যখন ব্যাট কথা বলে না, যতটা উচিত, তখন...''
When your bat isn’t talking as much as it used to pic.twitter.com/7s4aMuNjrI
— Sonali (@samtanisonali1) October 20, 2021
আগামী রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তার আগে কী চাপ অনুভব করছেন বিরাট কোহলি? নিজের সোশ্যাল মিডিয়ায় সেই উত্তরই অভিনবভাবে দিলেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে সমর্থক ও ভক্তদের উদ্দেশে বিরাট লেখেন, ‘রবিবার বড় ম্যাচ, আপনারা কী চাপে রয়েছেন?’ তার নিচে ইংরেজিতে ‘রং’ লেখা টি শার্ট পরে ছবি দিয়ে বিরাট বোঝাতে চেয়েছেন, তিনি এই ম্যাচ ঘিরে একটুও চাপে নেই। বিরাটের এই ট্যুইটের উত্তরও দিয়েছেন অনেকেই।