(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বোলারকেই ভারতের তুরুপের তাস বলছেন রায়না
T20 World Cup: তাঁকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। তামিলনাড়ুর এই রহস্য স্পিনার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।
মুম্বইঃ কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে একের পর কে ম্যাচে প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা। বরুণ চক্রবর্তীকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। তামিলনাড়ুর এই রহস্য স্পিনারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার ক্ষেত্রেও দ্বিতীয়বার ভাবেননি নির্বাচকরা। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ তারকা সুরেশ রায়নাও বরুণ চক্রবর্তীকেই বিশ্বকাপে জাতীয় দলের তুরুপের তাস বললেন।
আইসিসির কলামে এক সাক্ষাৎকারে রায়না বলেন, 'আমার মনে হয় বোলিং অ্যাটাকের প্রধান মুখ হতে চলেছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে খেলার সুবাদে সংযুক্ত আরব আমিরশাহি ও দুবাইয়ের উইকেট নিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা হল এখানে রহস্য স্পিনারদের খেলা সত্যি খুব চাপের। তাই আমার বাজি এবারের বিশ্বকাপের ভারতে বরুণ চক্রবর্তী। ও যেভাবে পারফর্ম করেছে আইপিএলে তা সবাই দেখেছে। মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওঁ। কিন্তু আমি ওঁর মধ্যে অভিজ্ঞতা কম বলে কোনও সমস্যা দেখছি না।' তিনি আরও বলেন, 'আমরা এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্ত এর মধ্যে শেষ ২ টো বছর একদমই ভাল যায়নি। তবে আশা করি এবার বিশ্বকাপে ধামাকা হবে।'
৩০ বছরের বরুণ এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৭ ম্যাচে ১৮ উইকেট তুলে নিয়েছেন। ইকনমি রেট মাত্র ৬.৫। কিন্তু বরুণের সবচেয়ে বড় সমস্যা তাঁর ফিটনেস।
তাঁর বলের রহস্য উন্মোচনে নাজেহাল হতে হয় ব্যাটারদের। তবে বরুণ চক্রবর্তীর ফিটনেস সম্ভবত তাঁর ঘূর্ণির চেয়েও বড় ধাঁধা। কখন যে তিনি ফিট থাকবেন আর কখন চোটে কাবু হয়ে পড়বেন, বরুণ নিজেও সম্ভবত হলফ করে বলতে পারবেন না।
বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও কয়েকজন ক্রিকেটারকে যোগ করতে চলেছেন জাতীয় নির্বাচকরা। তবে মূল দলে নয়, বরং নেট বোলার হিসেবেই ভারতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রেখে দেওয়া হতে পারে আইপিএলে সফল হওয়া একাধিক বোলারকে। আরও জানা যাচ্ছে যে, কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বিকল্প তৈরি রাখতে চাইছেন জাতীয় নির্বাচকরা। কারণ, বরুণের হাঁটুর চোট নিয়ে সংশয় রয়েছে নির্বাচকদের মনে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা বলেছেন, ‘চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছিল ও খেলার জন্য ফিট ছিল বলেই। যদি বিশ্বকাপের সময় ওর চোট নিয়ে সমস্যা না হয়, তবে ও অবশ্যই দলে থাকবে।’