T20 WC, Pak vs SA: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রােটিয়াদের ৩৩ রানে হারিয়ে দিল পাকিস্তান
T20 World Cup 2022: পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্য়াচে জিতলেও কিছু সম্ভাবনা তত্ত্বের ওপর দাঁড়িয়ে তাদের সেমির রাস্তা।

সিডনি: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) জমিয়ে দিল পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৩ রানে প্রোটিয়া বাহিনীকে হারিয় এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা নিজেদের আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।
এদিন ১৮৬ রান তাড়া করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক ফিরে যান খাতা খোলার আগেই। তবে এদিন ঝোড়ো ব্যাটিং করলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এইডেন মারক্রাম ২০ রান করেন। তবে বাকিরা কেউই সেভাবে রান পাননি। হেনরিচ ক্লাসেন ১৫ রান করেন। ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় বৃষ্টি হঠাৎ করে তাল কাটে। বৃষ্টির আগে ৯ ওভার খেলা হয়েছিল। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৬৪। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ভার কমিয়ে ১৪ ওভারে প্রোটিয়াদের সামনে লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় ১৪২। অর্থাৎ ৫ ওভারে ৭৩ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ জেতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।
প্রথমে ব্যাটিং করেছিল পাকিস্তান
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। গোটা টুর্নামেন্টেই এবার ফ্লপ পাকিস্তানের ওপেনিং জুটি বাবর ও রিজওয়ান। এদিনও তার ব্য়তিক্রম হল না। আরও একবার ব্যর্থ হলেন তাঁরা। মাত্র ৪ রান করে ফেরেন মহম্মদ রিজওয়ান। ১৫ বলে ৬ রান করে ফেরেন বাবর আজম। মহম্মদ হ্যারিস ২৮ রানের ইনিংস খেলে নোখিয়ার বলে আউট হন। এরপরই শাদাব ও ইফতিকার মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথম জন ২২ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। অন্য়দিকে ইফতিকার ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ পর্যন্ত ১৮৫ বোর্ডে তুলে নেয় পাক শিবির।
এদিন পাকিস্তান জিতলেও তাঁদের চিন্তা বাবর আজমের ফর্ম। এদিনও রান পাননি দলের অধিনায়ক। ১৫ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
