(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup 2022: বিশ্বকাপের আগেই 'ভালবাসার' টানে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন উর্বশী রাউতেলা
Urvashi Rautela: এশিয়া কাপের সময় ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গিয়েছিল উর্বশীকে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি মাঠে উপস্থিত ছিলেন।
মেলবোর্ন: হালে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে উর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাম। কারণ ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে তাঁর অতীতে সম্পর্কের জল্পনা এবং সেই নিয়ে ঝামেলা। যদিও সরাসরি কেউই কারুর বিরুদ্ধে কিছু বলেননি। তবে সেই নিয়ে জল্পনা থামার নয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেলা দেখতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেন উর্বশী। অবধারিতভাবেই ফের একবার তাঁর সঙ্গে পন্থের নাম জুড়ে সোশ্যাল মিডিয়ায় জনগণ নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেননি।
হৃদয়কে অনুসরণ
রবিবারই (৯ অক্টোবর) এই প্রাইভেট জেটের মধ্যে এক ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।' এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। পন্থও বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে ফের একবার উর্বশীর নাম জড়ায়।
View this post on Instagram
এক নেটনাগরিক উবর্শীর পোস্টের জবাবে লেখেন, 'অস্ট্রেলিয়া কেন...ওটা কি আরপি লেখা?' আরেকজন লেখেন, 'ঋষভ ভাইয়ের ভালবাসায় পড়েছেন ওঁ।' অপর এক নেটনাগরিকের মন্তব্য, 'ভালবাসা হলে এমন হওয়া উচিত।' প্রসঙ্গত, এশিয়া কাপের সময় নাসিম শাহের সঙ্গেও উর্বশীর এক ছবি ভাইরাল হয়েছিল। সেই নিয়েও কম চর্চা হয়নি। সেই কথা মনে করিয়ে দিয়ে একজন লেখেন, 'নাসিম শাহ তো নিউজিল্যান্ডে রয়েছেন।'
মাঠে উপস্থিতি
প্রসঙ্গত, এশিয়া কাপের সময় ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গিয়েছিল উর্বশীকে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি মাঠে উপস্থিত ছিলেন। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বলিউড অভিনেত্রীকে মাঠে উপস্থিত থাকতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ভারতীয় ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। মেলবোর্নে হবে সেই ম্যাচ। তার আগে অবশ্য ১০ এবং ১৩ অক্টোবর ব্রিসবেন দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন ঋষভ পন্থরা।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের, অস্ট্রেলিয়ায় প্রথমবার অনুশীলনের পর কী বললেন সূর্যকুমার?