T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বধের নেপথ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি!
Sikandar Raza: ম্যাচের দিন সকালে সিকন্দর রাজার (Sikandar Raza) মোবাইলে পাঠানো হয়েছিল একটি ভিডিও ক্লিপ। যা খুলে বেশ চমকে গিয়েছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার।
সিডনি: ম্যাচের দিন সকালে সিকন্দর রাজার (Sikandar Raza) মোবাইলে পাঠানো হয়েছিল একটি ভিডিও ক্লিপ। যা খুলে বেশ চমকে গিয়েছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার। ভিডিওটি ছিল রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা বলেছিলেন ভিডিওতে। যা দেখে উদ্বুদ্ধ হয়ে পড়েছিলেন জিম্বাবোয়ের অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ১ রানে হারানোর ম্যাচে নায়ক সিকন্দর রাজা। যিনি বল হাতে তিন উইকেট নিয়ে পাক ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। সেই সঙ্গে দুরন্ত থ্রোয়ে শেষ রান আউটটিও করেছিলেন। ম্যাচের সেরা ক্রিকেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'সকালে আমার মোবাইলে পাঠানো হয়েছিল একটি ভিডিও ক্লিপ। যা খুলে বেশ অবাক হয়েছিলাম। ভিডিওটি ছিল রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা বলেছিলেন। যা দেখে উদ্বুদ্ধ হয়ে পড়েছিলাম।'
সিকন্দর আরও বলেন, 'আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। স্নায়ুর চাপও টের পাচ্ছিলাম। সবসময়ই উৎসাহ ছিল। কিন্তু একটু ধাক্কার দরকার ছিল যা ওই ভিডিও ক্লিপটা দেখে পাই। তাই আমি রিকির কাছে কৃতজ্ঞ।'
প্রসঙ্গত, পাকিস্তান দলের মেন্টর প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন। এক সময়কার সতীর্থদের দলকে ধাক্কা দিতে আসরে নেমেছিলেন পন্টিং।
সোজাসুজি জবাব
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মাত্র ১ রানে। যে জয়ের নায়ক সিকন্দর রাজা (Sikandar Raza)।
মাঠের পারফরম্যান্সে মন জিতে নেওয়া পাকিস্তানে জন্ম নেওয়া রাজা মাঠের বাইরেও সকলকে হতবাক করে দিলেন। সেই সঙ্গে দেখিয়ে দিলেন, এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী রয়েছেন তিনি।
পাক বধের পর এক সাংবাদিক রাজাকে জিজ্ঞেস করেছিলেন, ম্যাচে কখন থেকে তাঁর মনে হয়েছিল যে, জিততে পারেন? রাজার সাফ জবাব, 'প্রথম বল হওয়ার আগে থেকেই এটা জানতাম।' রাজার উত্তর সকলকে হতবাক করে দেয়। অনেকেই তাঁর আত্মবিশ্বাসের তারিফ করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের