T20 World Cup 2024: রোহিত-বিরাটের কি টি-২০ বিশ্বকাপে খেলা উচিত? বড় বার্তা দিলেন হরভজন
Harbhajan Singh: জাতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিংহ মনে করেন, ফলাফল গুরুত্বপূর্ণ নয়। বরং জরুরি সবাইকে খেলিয়ে দেখে নেওয়া।
![T20 World Cup 2024: রোহিত-বিরাটের কি টি-২০ বিশ্বকাপে খেলা উচিত? বড় বার্তা দিলেন হরভজন T20 World Cup 2024: I hope Rohit Sharma and Virat Kohli play 2024 T20 World Cup, says Harbhajan Singh T20 World Cup 2024: রোহিত-বিরাটের কি টি-২০ বিশ্বকাপে খেলা উচিত? বড় বার্তা দিলেন হরভজন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/f4e5fb788bb321e0332f8ed184b896e0170257749147650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে সব দেশেরই। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি সফরে টিম ইন্ডিয়াও (IND vs SA) বিভিন্ন পারমুটেশন-কম্বিনেশন দেখে নিচ্ছে। জাতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিংহ (Harbhajan Singh) মনে করেন, ফলাফল গুরুত্বপূর্ণ নয়। বরং জরুরি সবাইকে খেলিয়ে দেখে নেওয়া।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে গিয়েছিলেন ভাজ্জি। সেখানে তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার মাটিতে এই সিরিজে কী ফল হচ্ছে, সেটা নিয়ে ভেবে মাথা খারাপ করার কিছু নেই। দেখতে হবে যাতে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া যায়। যাতে সব অঙ্কগুলো সাজিয়ে নেওয়া যায়।'
বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার সুযোগ কিন্তু ভারতের নেই। কারণ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ এবং তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার পর টেস্ট ক্রিকেটের সূচি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলার পরে ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিতরা। আন্তর্জাতিক টি২০ ম্যাচ কম থাকায় বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল-এর পারফরম্যান্স অনেকটাই প্রভাব ফেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের খেলা উচিত কি না, তা নিয়ে চর্চা চলছে। প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) বলছেন, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা উচিত ভারতীয় বোর্ডের। একই সঙ্গে তিনি তরুণদের সুযোগ দেওয়ার পক্ষপাতী। সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ দল যে পারফরম্যান্স দিয়েছেন তার প্রশংসা করেছেন ভাজ্জি। হরভজন যদিও মনে করেন, দুই তারকারই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উচিত। ভাজ্জি বলেছেন, 'বিরাট ও রোহিত কী করবে সেটা ওদের ব্যাপার। ওদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। বাইরে থেকে কারও পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি সব সময়ই চাইব ওরা খেলুক। আমি আশা করছি ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।'
আরও পড়ুন: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)