KKR: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?
Shreyas Iyer: চোট সারিয়ে ফিট শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলে তিনি ফিরেছেন। বিশ্বকাপে খেলেছিলেন। শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল।
কলকাতা: পিঠের চোটের জন্য গত আইপিএলে (IPL) তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
তবে চোট সারিয়ে ফিট শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলে তিনি ফিরেছেন। বিশ্বকাপে খেলেছিলেন। শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
শ্রেয়সের অনুপস্থিতিতে গত মরশুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তাঁকে নেতৃত্ব থেকে সরানো হলেও, একেবারে ক্ষমতাচ্যুত করা হয়নি। দলের সহ অধিনায়ক করা হয়েছে দিল্লির ক্রিকেটারকে।
২০২২ সালের আইপিএলের আগে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনেছিল কেকেআর। সেই আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স। তবে সেবার আইপিএলে কেকেআর দল হিসাবে হতাশ করে। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে শেষ করেন নাইটরা।
কেকেআরকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। তার মধ্যে ৬টি ম্যাচ জিতেছে কেকেআর। পরাজিত হয়েছে ৮ ম্যাচে।
২০২৩ সালের এপ্রিলে পিঠে চোট পান শ্রেয়স। গোটা আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান তিনি।তবে নীতিশ রানার নেতৃত্বেও ভাগ্যের চাকা ঘোরেনি কেকেআরের। গত আইপিএলেও সপ্তম স্থানে শেষ করেন নাইটরা। ১৪ ম্যাচের মধ্যে ৬টিতে জেতে কেকেআর। পরাজিত হয় ৮ ম্যাচে।
কেকেআরের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে সিইও বেঙ্কি মাইসোর বলেন, 'চোটের কারণে শ্রেয়সের ২০২৩ সালের আইপিএল খেলতে না পারাটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। ও যে দলে ফিরছে এবং অধিনায়ক হিসাবে ফিরছে, সেটা ভেবে আমরা উচ্ছ্বসিত। ও যেভাবে চোট সারিয়ে ফিরেছে এবং যে ফর্ম দেখিয়েছে, তা ওঁর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয়বাহক। ওঁর অনুপস্থিতিতে নীতীশ দলের হয়ে গত মরশুমে যেটা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা নিশ্চিত যে ও সহ-অধিনায়ক হিসাবে শ্রেয়সের পাশে থাকবে, এবং তা দলের উন্নতিতে সাহায্যই করবে।'
Quick Update 👇#IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023
এবার গৌতম গম্ভীরকে মেন্টর ও চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে পাবেন শ্রেয়স। ২০১৪ সালের পর থেকে দশ বছর হতে চলল। আইপিএলে আর চ্যাম্পিয়ন হয়নি কেকেআর। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে?
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে