Eng vs Pak Final: ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সমর্থন করবেন, আশায় ইংরেজ তারকা
Sam Curran: টুর্নামেন্টের ফাইনালে না থেকেও কি মেলবোর্নে রবিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত? ইংরেজ তারকার গলায় সেরকমই ইঙ্গিত।
মেলবোর্ন: টুর্নামেন্টের ফাইনালে না থেকেও কি মেলবোর্নে রবিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত (Indian Cricket Fan)?
ইংরেজ তারকার গলায় সেরকমই ইঙ্গিত। মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে রবিবার পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও রবিবার ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র স্যাম কারান ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সমর্থন প্রার্থনা করেছেন। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে কারান বলেছেন, 'মেলবোর্নে আমাদের জন্য সমর্থন থাকবে। তবে পাকিস্তানের সমর্থকেরা সংখ্যায় ভারি। আশা করছি ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও খেলা দেখতে মাঠে আসবেন। এবং পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা আমাদের সমর্থন করবেন।'
যদিও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। কেউ কেউ বলছেন, পাকিস্তানকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। আবার কারও কারও মতে, ইংল্যান্ডকেই বা সমর্থন করা হবে কীভাবে? বিশেষ করে ভারতের ইতিহাসে যেভাবে প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন অভিশাপের মতো জড়িয়ে রয়েছে।
View this post on Instagram
১৯৯২ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আজ কি সেই মেলবোর্নে ইতিহাসের পুনরাবৃত্তি হবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। দুবারই জিতেছে ইংল্যান্ড। দুই দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতের রেকর্ডেও অনেক এগিয়ে ইংল্যান্ড। পাকিস্তানকে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড। হেরেছে মাত্র ৯টি ম্যাচে।