Virat Kohli On Anushka Sharma: 'এই জয় যতটা আমার, ততটাই তোমার', কেন অনুষ্কার কাছে কৃতজ্ঞ বিরাট ? লিখলেন আবেগভরা বার্তা
Virat Kohli On Anushka Sharma: 'এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ । তুমি এমনটা বলেই ভালবাসি।' আবেগে ভাসলেন কোহলি।
নয়া দিল্লি : অবশেষে কেটেছে খরা। ১১ বছরের অপেক্ষা পেরিয়ে শাপমোচন ঘটেছে ভারতের । টি-২০ ক্রিকে বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টিম রোহিত। আর সেদিনই জয়ের উৎসব মুখর পরিবেশে মন ভার হয়ে যায় কোহলি ভক্তদের । তিনি ঘোষণা করে দেন টি-২০কে বিদায় জানান কোহলি। সেদিন মাঠেই পরিবারের সঙ্গে ভিডিও কলে মেতে উঠেছিলেন পরিবারের সঙ্গে। ভিডিও কলে মেয়ের সঙ্গে খুনসুটি করতে করতে জাতীয় পতাকা দোলান কিং কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে হয়ে যায় ভাইরাল। আর জয়ের এক দিনের মাথায় স্ত্রী অনুষ্কাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন লম্বা বার্তা।
বিরাট বললেন, আমার ভালবাসা, তোমাকে ছাড়াও এসব কিছুই সম্ভব হত না। কোহলি আরও লেখেন, তুমিই আমাকে বিনম্র এবং মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছ। সৎ থাকলে জীবলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলেছিলে। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ । তুমি এমনটা বলেই ভালবাসি। এই কথা লিখেই ৫ টি হার্ট ইমোজি ব্যবহার করেছেন তিনি।
এর আগে অনুষ্কা বিরাটকে অভিনন্দন জানান জাতীয় পতাকার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে। অনুষ্কা লিখেছিলেন, ' এই মানুষটাকে আমি ভালবাসি। আমি সত্যিই ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস জল নিয়ে আনন্দ কর।'
আরও পড়ুন :
অবসরের সিদ্ধান্তে চাঞ্চল্য়, সব ভুলে কোহলি ভিডিও কলে খুনসুটিতে মেতে উঠলেন