(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Bang: রাহুলের পাশে রাহুল, ওকে নিয়ে কোনও উদ্বেগ নেই, বলছেন টিম ইন্ডিয়ার কোচ
KL Rahul: দুঃসময়ে কোচের সমর্থন পেলেন রাহুল।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা মুখ মনে করা হচ্ছিল কে এল রাহুলকে (KL Rahul)। দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন কর্নাটকের তারকা। বিশ্বকাপের তিন ম্যাচে রাহুলের রান যথাক্রমে ৪, ৯ ও ৯। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ২২ রান করেছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর থেকে রাহুলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরাল দাবি তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে খারাপ সময়ে আর এক রাহুলের সমর্থন পেয়ে গেলেন কে এল রাহুল।
তিনি ভারতীয় দলের কোচ, কিংবদন্তি রাহুল দ্রাবিড়। যিনি বলছেন, 'না, দলে ওর জায়গা নিয়ে কোনও সংশয় নেই। ও দুর্দান্ত ক্রিকেটার। ওর রেকর্ড ওর হয়ে কথা বলে। ও খুব ভাল প্লেয়ার। খুব ভাল ব্যাটিং করছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম হয়। টপ অর্ডার ব্যাটারদের কাজটা অত সহজ নয়। এই টুর্নামেন্ট বেশ কঠিন পরীক্ষা।'
ভারতীয় দলের হেড কোচ আরও বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বিরুদ্ধে দারুণ ব্যাট করেছিল। সেদিন ও দুর্দান্ত ছন্দে ছিল। আশা করছি পরের তিন-চার ম্যাচে ভাল খেলবে। ওর মান আমরা সকলেই জানি। কীরকম দক্ষ ক্রিকেটার সেটাও জানি। এই ধরনের পরিস্থিতিতে উপযুক্ত ক্রিকেটার। ও ব্যাকফুটে শক্তিশালী। যেটা এইরকম পরিবেশে ভীষণ জরুরি। আমরা ওর পাশে আছি। ওকে নিয়ে আমাদের মধ্যে কোনও উদ্বেগ নেই। আমার আর রোহিতের মনে কোনও সংশয় নেই যে ভারতের হয়ে ওপেন কে কে করবে।'
পাশে সৌরভও
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে ডাচ কাঁটাও উপড়ে ফেলেছিলেন অনায়াসে। কিন্তু পারথের গতিসম্পন্ন, বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)।
যদিও একটা হারে উদ্বেগের কিছু দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন, 'একটা হার কোনও ব্যাপার নয়। এখনও অনেক খেলা বাকি।' সেখানেই থেমে না থেকে ভারতকে সম্ভাব্য ফাইনালিস্ট হিসাবেও বেছে নিয়েছেন সৌরভ। বলেছেন, 'ভারতকে ফাইনালে দেখছি।'
টি-২০ বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ বুধবার বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে সত্যিই কি বাদ দেওয়া হবে রাহুলকে? সৌরভ বলছেন, 'সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে রাহুলকে একটা ম্যাচে দেখে বিচার করা ঠিক নয়।'
আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?