T20 World Cup 2021: ‘সেরাদের সঙ্গে কিছুটা সময়’, টি ২০ বিশ্বকাপের আগে গাওস্কর ও কপিল দেবের সঙ্গে ছবি শেয়ার শোয়েবের
ছবিতে তাঁকে ভারতের ১৯৮৩-এর একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, ব্যাটিং-গ্রেট সুনীল গাওস্কর ও প্রাক্তন পাক ওপেনার জাহির আব্বাসের সঙ্গে দেখা গিয়েছে।
দুবাই: টি ২০ বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ক্রিকেট অনুরাগীদের একটা বড় অংশ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের টক্কর দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তার আগে ভারত ও পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটালেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শোয়েব। ছবিতে তাঁকে ভারতের ১৯৮৩-এর একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, ব্যাটিং-গ্রেট সুনীল গাওস্কর ও প্রাক্তন পাক ওপেনার জাহির আব্বাসের সঙ্গে দেখা গিয়েছে।
আগামী ২৪ অক্টোবর দুবাই ইন্টারন্যাল স্টেডিয়ামে খেলতে নামছে ভারত ও পাকিস্তান। এই বহুপ্রতীক্ষিত ম্যাচের আগে শোয়েব দুই দেশের কিংবদন্তী ক্রিকেটারদের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন। ক্যাপশনে শোয়েব লিখেছেন, সেরাদের সঙ্গে কিছুটা সময়। মহান ক্রিকেটার জাহির আব্বাস, সুনীল গাওস্কর ও কপিল দেব।বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহা মোকাবিলার মঞ্চ প্রস্তুত।
Chilling with the best of the best.
— Shoaib Akhtar (@shoaib100mph) October 16, 2021
The great Zaheer Abbas, Sunil Gavaskar & Kapil Dev.
All set for the cricket ka maha muqabla. #Pakistan #India #WorldCup pic.twitter.com/wmXj6XESMw
২০১৯-এর বিশ্বকাপের পর এই প্রথম দুই দেশ একে অপরের মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডে ২০১৯-এর বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল।
২০০৭-এ টি ২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর দুটি দলই একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭-এ প্রথম টি ২০ বিশ্বকাপের ফাইনালের মহারণে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু দুই বছর পর ইংল্যান্ডে টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
বিশ্ব টি ২০ ক্রমতালিকায় দুই দলের স্থানের হেরফের খুব সামান্যই। ২৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির ভারত। অন্যদিকে, ২৬১ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় তৃতীয় স্থানে পাকিস্তান। তালিকায় শীর্ষে এখন ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২৭৮।
এমনিতে পাক টি ২০ স্কোয়াডে ভারসাম্যের অভাব নেই। বাবর আজমের দল গত এক দশকে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রচুর ম্যাচ খেলেছে। সেখানে খেলার সুবিধা পাকিস্তান পাওয়ার চেষ্টা করবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, এমএস ধোনি মেন্টর হিসেবে যোগদান করায় ভারতীয় স্কোয়াডের উচ্ছ্বাস আরও বেড়েছে। সদ্যসমাপ্ত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা টুর্নামেন্টে ভারতীয় দলের পক্ষে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।