Virat Kohli Record: প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ৫০০ রান, নজির কোহলির
আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে করা বিরাটের স্কোর যথাক্রমে ১৬, ৯, ৭৮, ২২, ৩৬, ১০৭, ৫৫, ৮১, ৫, ৭৭, ৫৭।চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখলেই যেন ঝলসে ওঠে তাঁর ব্যাট।
দুবাই: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচে বরাবর তিনি ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে রবিবার নয়া নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি আয়োজিত সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন বিরাট।
দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলছে একে অপরের বিরুদ্ধে। রবিবার ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত যখন ব্যাকফুটে, তখন দলের হাল ধরেন কোহলি। ৪৯ বলে ৫৭ রান করেন তিনি। রবিবারের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ব্যাট করে একবারও আউট হননি কোহলি। এই প্রথমবার ৫৭ রান করে আউট হলেন তিনি। আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে করা বিরাটের স্কোর যথাক্রমে ১৬, ৯, ৭৮, ২২, ৩৬, ১০৭, ৫৫, ৮১, ৫, ৭৭, ৫৭। আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির সংগ্রহ মোট ৫৪৩ রান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখলেই যেন ঝলসে ওঠে তাঁর ব্যাট। পাঁচ বছর আগে, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে পাকিস্তান-বধে নেতৃত্ব দিয়েছিলেন। রবিবার ফের স্বমহিমায় বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে ভারতীয় ইনিংসের ঊনিশতম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে তিনি যখন কট বিহাইন্ড হয়ে ফিরলেন, প্রাথমিক চাপ কাটিয়ে লড়াই করার মতো জায়গায় ভারত। শেষ পর্যন্ত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৫১/৭।
ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? একটা সময় এই প্রশ্ন উঠলেই তুলনা চলত বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনের। তবে সম্প্রতি যেন সেই ছবিটা কিছুটা বদলাতে শুরু করেছে। কারণ, কোহলির সঙ্গে এখন শ্রেষ্ঠত্বের তুলনা টানা হয় বাবর আজমের। রবিবার মরুদেশে যে দুই ক্রিকেটার আবার যুযুধান দুই অধিনায়কও। আর প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান বলেই যেন কোহলির চোয়াল আরও শক্ত দেখাল। ব্যাট হাতেও নজির গড়লেন।