Indian Cricketers Trolled: আমরা দুঃখে তিনদিন খাইনি, আপনারা ঘুরছেন? চাহাল-সূর্যদের ছবি দেখে সমালোচনার ঝড়
Team India: ছবি দেখে বেশ বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মেলবোর্ন: ভারতীয় ক্রিকেটভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাবে টিম ইন্ডিয়া (Team India)। আর ফাইনালে পাকিস্তানের সঙ্গে ট্রফি জয়ের যুদ্ধ হবে ভারতেরই।
কিন্তু অ্যাডিলেডে রোহিত শর্মারা হেরে যাওয়ায় সেই স্বপ্নভঙ্গ হয়েছে। শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। রবিবার মেলবোর্নে ভারত-পাক মহারণ নয়, ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল দেখছে বিশ্ব।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হলেন চার ভারতীয় ক্রিকেটার। কেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে বেরিয়ে পড়েছে ভারত। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার যুজবেন্দ্র চাহাল একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব, হর্ষল পটেল ও শার্দুল ঠাকুর। চারজনই ক্যাজুয়াল পোশাকে। তিনজনের চোখে রোদচশমা। প্রত্যেকেই খোশমেজাজে। ছবির ক্যাপশনে চাহাল লিখেছেন, 'বয়েজ ডে আউট'। বিখ্যাত সিনেমা বেবিজ ডে আউট-এর সঙ্গে মিলিয়ে।
Boys Day-Out 🌞 👓 🌬 pic.twitter.com/c78ycGMuWX
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 13, 2022
Humko rula k khud has rahe hai 😔
— Neeti Mishra (@NeetiMishra18) November 13, 2022
I just can't believe they are happily posting pictures 😭😭 idhar khana nai hazam ho ra h (even though I know they weren't into world cup team but still 😭😭)
— Pragati Shukla (@arri_mori_maiya) November 13, 2022
Itni jldi kaise move on kr lete ho yarrr !!
তবে এই ছবি দেখে বেশ বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, 'সেমিফাইনালে হারের দুঃখে তিনদিন খেতে পারিনি আর আপনারা ঘুরে বেড়াচ্ছেন?' নীতি মিশ্র নামের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'আমাদের কাঁদিয়ে আপনারা হাসছেন?'
Besharm
— Aanya Gulati (@GulatiAanya) November 13, 2022
প্রগতি শুক্ল নামের একজন লিখেছেন, 'ভাবতেই পারছি না এরা ছবির জন্য পোজ দিতে পারেন। আমাদের খাবার হজম হচ্ছে না। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারে কী করে?' সৌম্য গোভালা লিখেছেন, 'এদের মধ্যে লজ্জা বা হতাশা আচে বলে মনে হয় না। অথচ আমরা ওই হারের জন্য মরমে মরে আছি'। কেউ কেউ আবার ভারতীয় ক্রিকেট ভক্তদের কান্নাকাটির ছবি পোস্ট করেছেন।