এক্সপ্লোর
Advertisement
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান তামিমের
ডাম্বুলা: গত শনিবারটা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে দারুন একটা দিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে শুধু এগিয়ে যাওয়ায়ই নয়, আরও একটি কীর্তির জন্য দিনটি মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান সংগ্রহের নজির গড়লেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামার আগে ১০ হাজার রান থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তামিম। টসে জিতে শ্রীলঙ্কা বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠানোর পর প্রথম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে ১০ হাজার রান পূর্ণ করেন তামিম।
সেই সঙ্গে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রহকারী হলেন তামিম। টেস্টে তাঁর রান ৩,৬৭৭, একদিনের ক্রিকেটে ৫,২৪৭ এবং টি-২০-তে ১২০২। ৯৩৬০ রান সংগ্রহ করে তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব অল হাসান।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার পূর্ণ করাই নয়, একদিনের ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ৩২৪ রান। জবাবে ২৩৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৯০ রানে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে হেল বাংলাদেশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
জেলার
Advertisement