হেট ক্রাইমের জের? আচমকা এসেক্স ছাড়ায় জল্পনা, অস্বীকার তামিমের
লন্ডন: গত সপ্তাহে ইংল্যান্ডে কাউন্টিতে টি-২০ ব্লাস্ট প্রতিযোগিতায় এসেক্সের হয়ে ৮টি ম্যাচ খেলার চুক্তি করেছিলেন, কিন্তু তামিম ইকবাল একটি মাত্র ম্যাচ খেলেই এসেক্স ছেড়ে দেওয়ায় জোর জল্পনা ছড়িয়েছে যে, ইংল্যান্ডে তাঁর স্ত্রী ও পুত্রের ওপর হেট ক্রাইমের চেষ্টা হয়েছিল, তার জেরেই তিনি আচমকা এমন পদক্ষেপ করেছেন। তামিম যদিও এহেন জল্পনা বাতিল করে দিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, কয়েকটি মিডিয়া রিপোর্টে আমাদের সঙ্গে নাকি হেট ক্রাইমের চেষ্টা হয়েছে বলে খবর বেরিয়েছে। এটা একেবারেই সত্য নয়। ২৮ বছর বয়সি বাংলাদেশি ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট টিমের সহ অধিনায়ক তামিমের দাবি, একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। তিনি বলেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট খেলার জায়গাগুলির মধ্যে রয়েছে ইংল্যান্ড। এসেক্স ক্লাবও, আমি আগেই ছেড়ে দিলেও খুশি মনেই মেনে নিয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তার দাবি, তামিম, স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তাঁদের এক বছরের ছেলেকে নিয়ে ডিনার সেরে বেরতে রাস্তায় তাঁদের হেনস্থা করা হয়েছে। আমাদের মনে হয়, তামিমের স্ত্রীর মাথায় হিজাব ছিল বলে ওদের তাড়া করা হয়েছিল। তবে তামিম ইংল্যান্ড থেকে ফিরলেই আসল ঘটনা জানা যাবে। এমনকী বাংলাদেশের বহুল প্রচারিত একটি ইংরেজি দৈনিকের খবর, তামিমের স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তামিম ঘটনাটি পুলিশকে জানিয়েছেন কিনা, বলতে পারেননি ক্রিকেট কর্তাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদস্থ কর্তা নিজামুদ্দিন চৌধুরি, তামিমের বড় ভাই নাফিস ইকবাল এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এসেক্সের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়ে গিয়েছেন। গত সপ্তাহে কেন্টের কাছে এসেক্সের সাত উইকেটে হারের পর তিনি ক্লাব ছাড়েন।