Asia Cup India: এশিয়া কাপ হাতে নিয়ে 'পালালেন' নকভি! বিস্ফোরক অভিযোগ! বিনা ট্রফিতেই সেলিব্রেশনে সূর্যকুমাররা
India Vs Pakistan: অভিযোগ, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি।

কলকাতা: খেলার মাঠেও অপারেশন সিঁদুর। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। টানটান ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত। অপরাজিত উনসত্তর রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা তিলক ভার্মা। এসিসি চেয়ারম্যান তথা পিসিবি প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিল না ভারত। ট্রফি ছাড়াই জয় উদযাপন সূর্যদের। যা নিয়েই তোলপাড় সোশাল মিডিয়ায়।
অভিযোগ, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি। এদিকে, টি২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মা যেভাবে মেসিকে অনুকরণ করে ট্রফি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন, গতকাল সূর্যকুমার যাদবও তেমনটাই করলেন হবে 'ট্রফি' ছাড়াই। তাঁর হাত এমন ভাবে রাখা ছিল, যেন মনে হচ্ছিল তাঁর হাতে ট্রফি আছে। এমনকী ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও হাত উঁচিয়ে উল্লাসে ফেটে পড়েন।
সেই ভিডিও 'প্রতিবাদ'-এর ভিডিও হিসেবে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এদিকে নকভির থেকে ভারত ট্রফি গ্রহণ না করার কথা জানিয়ে দেওয়ার পরে এসিসি-র তরফ থেকে দাবি করা হয়, ভারত আজ ট্রফি এবং জয়ীদের মেডেল নেবে না। তাই পাকিস্তানকে রানার্সআপ মেডেল দিয়েই ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শেষ হয়ে যায়। শোনা গিয়েছে, ভারত নাকি জানিয়ে দেয়, তারা নকভির কাছ থেকে ট্রফি নেবে না। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই একই কথা বলেছিলেন অধিনায়ক সূর্যকুমার।
এই দৃশ্য ক্রিকেটের ইতিহাসে আক্ষরিক অর্থেই বেনজির। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত থেকে এই ট্রফি জিতেও মহসিন নকভির থেকে কাপ না নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল ভারতীয় প্লেয়াররা।
Indian team victory celebration without the trophy .#indvspak2025 #INDvsPAKpic.twitter.com/Q0bnZuEedn
— Surbhi (@SurrbhiM) September 28, 2025
গ্রুপ পর্বে 'নো-হ্যান্ডশেক' নিয়ে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলে দিয়েছিলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সংগতি দেখাতে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর সেই জয় ভারতীয় সেনাবাহিনী ও শহিদদের উৎসর্গ করেন।
এদিকে, এশিয়া কাপ জয়ের টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার পাকবধ করে এশিয়াসেরা হওয়ার পরেই সেকথা টুইট করে মনে করালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “এবার খেলার মাঠ অপারেশন সিঁদুর।”






















